ষ্টাফ রিপোর্টারঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার দিয়ার ধানগড়া গ্রামের শহীদ ফেদু শেখের পুত্র চা বিক্রেতা মোঃ আলতাফ হোসেন শেখ এর মাতাকে সাবেক রাষ্ট্রপতি জাতির জনক শেখ মুজিবুর রহমান কর্তৃক শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের মাঝে মোটা অংকের টাকা অনুদান দিয়েছিল।
সেই অনুদানের টাকায় ক্রয় করা সিরাজগঞ্জ জেলার সদর থানা সিরাজগঞ্জ মৌজা ভূতের দিয়ার জেএল নং ৮৬ সিএস খতিয়ান নং ১৯৮ সিএস দাগ নং ৩৩৭২ জমির পরিমাণ ৩.৩৭ শতাংশ জমি ক্রয় করে একটি ঘর তৈরি করে বসবাসরত অবস্থায় একই এলাকার প্রভাবশালী ভূসি মান্নান কর্র্তৃক জাল দলিল করে অবৈধভাবে জোর পূর্বক আলতাফ শেখের পরিবারকে বাড়ী থেকে বের করে দিয়ে দখল করেন।
এর পর ভূসি মান্নানের মৃতুর পর তার পুত্রগণ বর্তমানে শহীদ ফেদু শেখের সম্পত্তি অবৈধ্যভাবে দখল করে আছে।
এ ব্যাপারে শহীদ ফেদু শেখের পুত্র আলতাফ হোসেন শেখ তাদের সম্পত্তি ফিরে পেতে ও আইনের ন্যায় বিচার প্রার্থনা করে সিরাজগঞ্জ সদর সিনিয়র সহকারী জজ আদালতে মোকদ্দমা নং ও/সি ২৫১/২০১৪ইং মামলা দায়ের করেন এবং মামলাটি দীর্ঘ দিন অতিবাহিত হবার পরেও কোন কাজ না হওয়ায় গত ২০/১২/২০১৬ ইং তারিখে ন্যায় বিচারের স্বার্থে ভারপ্রাপ্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশন, সিরাজগঞ্জ জেলা শাখা বরাবর আবেদন করে।কিন্তু এখানে আবেদন করেও অধ্যবদি পর্যন্ত তিনি ন্যায় বিচার পায়নি। তাহলে কি তিনি তার সম্পত্তি দখল মুক্ত করতে পারবে না। সে আর কত কাল কত যুগ প্রশাসনের দ্বারে ঘুরবে? সে কি দরিদ্র হওয়ায় তার অপরাধ যার কারনে সে তার সম্পত্তি রক্ষা করতে পারছে না। দেশের প্রশাসনের উদ্ধতন কর্তৃপক্ষ কি অসহায় দরিদ্র ও এক শহীদ পরিবারের সদস্য হিসাবে তার সম্পত্তিটি দখল মুক্ত করে দিতে পারেন না। ন্যায় বিচারের আশায় তিনি আর কত যুগ আদালতে ঘুরবে। আদালত কর্তৃপক্ষ কি একজন শহীদ ফেদু শেখের পুত্র আলতাফ হোসেনের মামলাটি রায় দ্রুত প্রদানের মাধ্যমে তার সম্পত্তি দখলমুক্ত করে দিতে পারে না? একটা অবৈধ্য সম্পত্তি দখলের মামলার রায় দিতে যদি সিরাজগঞ্জ কোটের বৎসরের পর বৎসর পার হলেও রায় দিতেই যদি সারা জীবন পার করে দেয়,তবে এ দেশে একজন অসহায় দরিদ্র আলতাফ হোসেনের মত মানুষগুলো কোথায় যাবে ন্যায় বিচারের জন্য। বিচার বিভাগ যদি মোমবাতির মত ধীরে ধীরে জ্বলে তবে দেশের অবস্থা কি হবে দেশের সচেতন অবিজ্ঞ মহল ভেবে দেখবেন কি? এ ব্যাপারে শহীদ ফেদু শেখের পুত্র আলতাফ হোসেনকে তার সম্পত্তি ফিরে পেতে দখল মুক্ত করতে এবং আইনের ন্যায় বিচার পেতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মাননীয় প্রধান মন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী, সিরাজগঞ্জ-২(সিরাজগঞ্জ -সদর-কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি, সিরাজগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, সিরাজগঞ্জ পৌরসভার মেয়রসহ প্রশাসনের উদ্ধতন কর্তৃপক্ষের নিকট আবেন করে ন্যায় বিচার পাবার জন্য আবেদন করে কিন্তু অদ্যবদি সে তার সম্পত্তি দখলমুক্ত করতে পারেনি।
দেশের জন্য যে ব্যক্তিটি তার নিজের জীবন দিলো সেই শহীদ ফেদু শেখের জমি অবৈধ্যভাবে দখল করে ভোগ দখল করে মৃত ভূসি মান্নানের ছেলেরা অবৈধ্যভাবে ভোগ দখল করে থাকবে আর একজন বীর শহীদ মুক্তযোদ্ধা ফেদু শেখের পুত্র তার বৈধ সম্পত্তি হারিয়ে রাস্তায় রাস্তায় ঘুরবে এটা কি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশ কেউ বলবে ?
এ ব্যাপারে মাননীয় প্রধান মন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী ও সিরাজগঞ্জ -২ (সিরাজগঞ্জ সদর-কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি সহ উদ্ধতন কর্তৃপক্ষ সিরাজগঞ্জের একজন বীর মক্তিযোদ্ধা শহীদ ফেদু শেখের পুত্র আলতাফ হোসেন শেখের জমি দখল মুক্ত করতে সার্বিক সহযোগিতা করে আইনের ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে বলে দেশের সচেতন অবিজ্ঞ মহল মনে করেন।
প্রাইভেট ডিটেকটিভ/২৬ ফেব্রুয়ারি ২০১৮/রুহুল আমিন