-
- রাজনীতি, সারাদেশে
- মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল
- আপডেট সময় February, 26, 2018, 12:18 pm
- 260 বার পড়া হয়েছে
মেহেরপুর প্রতিনিধিঃ
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবী ও কর্মসূচীতে বাধা দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি।
আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে শহরের বোসপাড়ায় অবস্থিত বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। নেতৃত্ব দেন সাবেক এমপি ও জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুণ। মিছিলটি শহরের কাসারী বাজার এলাকা প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, ইলিয়াস হোসেন, আনসারুল হক, পৌর বিএনপি সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসসহ দলীয় নেতাকর্মীরা মিছিলে অংশ নেয়।
প্রাইভেট ডিটেকটিভ/২৫ ফেব্রুয়ারি ২০১৮/মেধা
এ জাতীয় আরো খবর