প্রেমের আগুন ছড়ালেন সানি লিওন
ডিটেকটিভ বিনোদন ডেস্ক
এক কোটির বেশি ইনস্টাগ্রাম ফলোয়ারের মালকিন বলিউড অভিনেত্রী সানি লিওন ফের নিজের মোহময়ী ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন।
সম্প্রতি, স্পিøটসভিলা শোয়ের কিছু ঝলক ইনস্টাগ্রামে শেয়ার করেন সানি। বহুল জনপ্রিয় ফ্যাশন ম্যাগাজিন এফএইচএম-এর জন্যও কভার শ্যুট করিয়েছেন সানি লিওন। সেই ছবিও ইনস্টাগ্রাম টাইমলাইনে শেয়ার করেছেন তিনি।
সানির ভক্ত সংখ্যা এতটাই বেশি যে ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গেই তাতে লাইক আসতে শুরু করে। ‘জিসম-২’ছবি দিয়ে বলিউডে পা রাখেন সানি। তারপর থেকে প্রায় ২ ডজন ছবিতে অভিনয় ও আইটেম ডান্সারের ভূমিকায় দেখা গিয়েছে তাকে।
শাহরুখ খান অভিনীত ‘রঈস’ ছবিতে সানিকে ‘লায়লা ও লায়লা’গানে দেখা গেছে। এই গান এতটাই জনপ্রিয় হয় যে ২০১৭ সালের সব থেকে হিট গানের শিরোপা পায়।
সানি লিয়ন পর্নস্টার থেকে তিনি মেইনস্ট্রিম ছবিতে এসেছেন। আদতে ভারতীয় হলেও বেশির ভাগ সময় কাটিয়েছেন আমেরিকা ও কানাডায়।