স্পোর্টস ডেস্কঃ
দক্ষিণ আফ্রিকায় ইতিহাস রচনা করল ভারতের মহিলা ক্রিকেট দল। টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম তথা শেষ ম্যাচে প্রোটিয়াদের সহজেই হারালেন হরমনপ্রীতরা। নিউল্যান্ডসে ৫৪ রানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে ও টি-২০ সিরিজ জিতে নতুন নজির তৈরি করল প্রমীলাবাহিনী।
এদিন ভারতের জয়ে বড় ভূমিকা রেখেছেন মিতালি রাজ। দ্বিতীয় উইকেটে জেমিয়া রড্রিগেজের সঙ্গে তার জুটিতে ওঠে ৯৮ রান। ৬২ বলে অর্ধ শতরান করেন মিতালি। তার সঙ্গী জেমিয়া ৩৪ বলে করেন ৪৪ রান। অধিনায়ক হরমনপ্রীত দ্রুত ১৭ বলে ২৭ রান যোগ করেন। ৪ উইকেট হারিয়ে ভারত তোলে ১৬৬।
রান তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা প্রথম থেকেই চাপে পড়ে যায়। কখনই লড়াই ছুড়ে দেওয়ার মত অবস্থায় ছিল না তারা। ১১২ রানে অলআউট হয় স্বাগতিকেরা। ৩ করে উইকেট নেন শিখা পান্ডে, রুমেলি ধর ও রাজেশ্বরী গায়কোয়াড়। ম্যাচের সেরা ও সিরিজ সেরা হন মিতালি রাজ।
দক্ষিণ আফ্রিকায় এই প্রথম একদিনের ও টি-টোয়েন্টি সিরিজ জয় করলেন মিতালি, হরমনপ্রীতরা। ওয়া ডে সিরিজে ২-১ জিতেছিল ভারত। ৫ ম্যাচে টি-২০ তে ফলাফল ৩-১। বৃষ্টির জেরে ভেস্তে গিয়েছিল চতুর্থ ম্যাচ।
প্রাইভেট ডিটেকটিভ/২৫ ফেব্রুয়ারি ২০১৮/মেধা