আন্তর্জাতিক ডেস্কঃ
মিয়ানমারের রাখাইন রাজ্যের রাজধানী সিতুইয়ে আজ শনিবার ভোরে পৃথক স্থানে তিনটি বোমার বিস্ফোরণ ঘটে। বোমা বিস্ফোরণের এসব স্থানের মধ্যে উচ্চ পর্যায়ের এক কর্মকর্তার বাসভবনও রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা জানান, ‘কয়েকটি স্থানে তিনটি বোমার বিস্ফোরণ ঘটে এবং অবিস্ফোরিত তিনটি বোমা উদ্ধার করা হয়। বিস্ফোরণে এক পুলিশ সদস্য আহত হলেও তার অবস্থা ততটা গুরুতর না।’
ওই কর্মকর্তা আরো জানান, স্থানীয় সময় রাত চারটার দিকে রাজ্য সরকার সেক্রেটারির বাসভবন চত্ত্বর, একটি অফিস ও সমুদ্র সৈকত অভিমুখী একটি সড়কে এসব বোমার বিস্ফোরণ ঘটানো হয়।
প্রাইভেট ডিটেকটিভ/২৪ ফেব্রুয়ারি ২০১৮/মেধা