March 21, 2025, 10:52 am

সংবাদ শিরোনাম
কুড়িগ্রামে ১৭ বছর বয়সী এক কিশোরীকে ১৮ দিন বাড়িতে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ মৌলভীবাজার এসোসিয়েশন অব মিশিগানের ইফতার মাহফিল সম্পন্ন জৈন্তাপুরে ২৫শে মার্চ গনহত্যা দিবস ও ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা শার্শার বৃদ্ধা হত্যা মামলার আসামী নারায়নগঞ্জ হতে আটক জামালপুরে তিস্তা নদী আমার অধিকার-সমস্যা ও প্রতিকার শীর্ষক সংবাদ সম্মেলন বান্দরবানে স্কুল পড়ুয়া ছাত্রীকে গনধর্ষনে অভিযোগ ৪ জনকে গ্রেফতার সিলেটে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সরকারের সহকারী এ্যাটর্নি জেনারেল নিযুক্ত হলেন মোংলার কৃতি সন্তান মনিরুজ্জামান ৫ দফা দাবীতে মানববন্ধন করেছে নীলফামারীর মসজিদভিত্তিক গণশিক্ষা কেন্দ্রের শিক্ষকরা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফ্যাসিস্টের দোসর

সকল ভাষা সৈনিকদের সর্বোচ্চ সম্মান প্রদানের দাবিতে মানবাধিকার জোটের মানববন্ধন

১৯ ফেব্রুয়ারি ২০২৫ইং রোজ বুধবার সকাল ১০.৩০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানবাধিকার জোটের উদ্যোগে ‘সকল ভাষা সৈনিকদের সর্বোচ্চ সম্মান প্রদানের দাবীতে’ এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানবাধিকার জোটের মহাসচিব মিলন মল্লিক এর সভাপতিত্বে ও সংগঠনের যুগ্ম মহাসচিব মো.মোস্তফা এর সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির সভাপতি মোঃ মঞ্জুর হোসেন ঈসা, জনতা  ফ্রন্ট এর সভাপতি আবু আহাদ আল মামুন দিপু মীর , বিশিষ্ট উপস্থাপক টিমুনী খান রিনো, অগ্রগামী মিডিয়া ভিশন এর নির্বাহী পরিচালক গোলাম ফারুক মজনু, আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের অতিরিক্ত নির্বাহী পরিচালক  মো. রাজু আহমেদ সুজন, সাংবাদিক ও মানবাধিকার কর্মী মো. সাহিদুল ইসলাম প্রমুখ ।
মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৯৯ সালের ১৭ নভেম্বর জাতিসংঘ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর ২১শে ফেব্রুয়ারি বিশ্ব ব্যাপি পালন করা হয়। অথচ এই ভাষা সংগ্রামে যারা অংশ গ্রহন করেছেন, জীবন দিয়েছেন। ভাষা আন্দোলনের ৭৩ বছর পরেও এই ভাষাসৈনিকদের রাষ্ট্রীয়ভাবে পূর্ন মর্যাদা দেওয়া হয়নি। যেটা আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের মুক্তিযোদ্ধাদের দেওয়া হয়েছে। ২০২৫ সালে এসে ভাষার মাসে আমরা মনে করি এই ভাষাসৈনিকদের যারা বেঁচে আছেন এবং যারা মৃত্যু বরণ করেছেন তাদের পরিবারকে রাষ্ট্রীয় ভাবে আর্থিক সম্মাননা সহ পূর্ন মর্যাদা দেওয়ার জোর দাবী জানাচ্ছি। ড. মুহাম্মদ শহীদুল্লাহ বলেছেন যেদেশে গুনীর কদর নাই সেদেশে গুনী জন্মায় না। অতএব যাদের জীবন ও রক্তের বিনিময়ে আমরা বাংলা ভাষা পেয়েছি সেই সকল ভাষাসৈনিকদের সর্বোচ্চ সম্মান প্রদান করা আমাদের দ্বায়িত্ব। ১৯৫২ সালে বাংলার সূর্য সন্তান (রফিক, সালাম, বরকত, জব্বার) দেখিয়েছেন বাংলার তরুণরা বুকের তাজা রক্ত দিতে জানে কিন্তু অন্যায়ের সাথে আপোষ করে নাই।
বক্তারা মানববন্ধনে আরও বলেন, ৫২’র ভাষা আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন সেই ভাষাসৈনিকদের রাষ্ট্র অদ্যাবধী তাদের আর্থিক কোন সহযোগীত করে নাই। অতএব আমরা দাবী করছি মুক্তিযোদ্ধাদের মত ভাষাসৈনিকদের ও আর্থিক সম্মানিভাতা দেওয়া হোক। একই সাথে জুলাই গনঅভ্যূত্থানে যারা হতাহত হয়েছে তাদের সকল পরিবারবর্গকে রাষ্ট্রীয়ভাবে প্রয়োজনীয় আর্থিক সহায়তার দাবী জানাই। আহতদের চিকিৎসা বাবদ ৫০ লক্ষ টাকা এবং শহীদ পরিবারবর্গকে ১ কোটি টাকা সহায়তার দাবী জানাই।
Share Button

     এ জাতীয় আরো খবর