February 10, 2025, 12:52 am

সংবাদ শিরোনাম
আওয়ামীলীগ নেতা গ্রেফতারের খবর শুনে মিষ্টি বিতরণ রাজধানীর ডেমরা এলাকায় অটোরিক্সা চালক উযান মিয়া (৪২)’কে হত্যা মামলায় আসামী আকাশ ভূইয়া (২৮)’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০। তারেক রহমানের ৩১দফা প্রস্তাবনা বাস্তবায়িত হলে এদেশে আর কোন ফ্যাসিস্টের জন্ম হবে না- বিএনপি নেতা সেলিমুজ্জামান সেলিম। টঙ্গীর ইজতেমা ময়দান বুঝে নিলেন সাদপন্থিরা, দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু ১৪ ফেব্রুয়ারি কক্সবাজার সাগরে মৃত্যু প্রতিরোধে রেসকিউ বোট নিয়ে সহায়তায় এগিয়ে এলো ওয়ার্টসিলা বিচারপতি আবদুর রউফ ইন্তেকালে লেবার পার্টির শোক সুনামগঞ্জ জেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। রামুতে ইজিবাইক উল্টে প্রাণ গেল বৃদ্ধের আওয়ামী লীগ বিএনপিতে অনুপ্রবেশ করে ঘের দখল ও চাঁদাবাজী করছে পারিবারিক কলহের জেরে শ্বশুরের গোপনাঙ্গ কাটলেন পুত্রবধূ

কে থাকছেন অস্কার উপস্থাপনায়

বিনোদন ডেস্কঃ

অস্কার পুরস্কারের ৯০তম আসর বসবে আগামী ৪ মার্চ লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটার হলে। সেই আসরে গত বছরের মতো এবারও মূল উপস্থাপক হিসেবে থাকছেন স্বনামধন্য কমেডিয়ান জিমি কিমেল। তবে তাঁর সঙ্গে থাকছেন এক ঝাঁক উপস্থাপক।

গতকাল (২১ ফেব্রুয়ারি) দ্য একাডেমির এক টুইটার পোস্টে নতুন আরো ১০জন উপস্থাপকের নাম প্রকাশ করা হয়। সেই তালিকায় প্রথমেই রয়েছেন ‘ওয়ান্ডার ওম্যান’-এর প্রধান অভিনেত্রী গ্যাল গ্যাদত। এরপর রয়েছেন, ‘স্টার ওয়ার’ অভিনেতা মার্ক হ্যামিল এবং ‘কল মি বাই ইওর নেম’-এর আর্মি হ্যামার।

নতুন উপস্থাপকদের তালিকায় বাকিরা হলেন: অস্কার আইজ্যাক, লিন-ম্যানুয়েল মিরান্ডা, গিনা রডরিগুজ, ইভা মারি সেন্ট, উয়েস স্টুডি, কেলিমারি ট্র্যান এবং জেনদায়া।

অস্কার আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, এ সময়ের দর্শকনন্দিত চলচ্চিত্রগুলোতে অভিনয় করেছেন এই তারকারা। তাই অস্কারের ৯০তম আসরের মঞ্চে তাদেরকে আমন্ত্রণ জানিয়ে সম্মান দেখানো হচ্ছে।

খবরে প্রকাশ নতুন এই ১০জন উপস্থাপক যোগ দিবেন মাহেরশালা আলি, শাদভিক বোসমান, ভিওলা ডেভিস, লরা দের্ন, জেনিফার গারনার, গ্রিটা গারভিগ, দিফানি হ্যাডিশ, টম হল্যান্ড, কুমেইল নানজিয়ানি, মারগট রবি, এমা স্টোন এবং দানিলা ভেগা-র সঙ্গে।

উল্লেখ্য, অস্কারের ইতিহাসে এবারই প্রথম একজন ট্রান্সজেন্ডার অভিনেত্রী হিসেবে দানিলা ভেগাকে সর্বজনবিদিত এই আসরে উপস্থাপনা করার সম্মান দেওয়া হচ্ছে। অস্কারে বৈচিত্র্যে অভাব- এমন অভিযোগের প্রেক্ষিতে এবার বিভিন্ন জাতিগোষ্ঠীর অভিনয় তারকাদের উপস্থাপনার জন্যে মঞ্চে আমন্ত্রণ জানানো হচ্ছে।

অস্কার পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি ৫ মার্চ স্টার মুভিজ চ্যানেলে প্রচার করা হবে।

প্রাইভেট ডিটেকটিভ/২৪ ফেব্রুয়ারি ২০১৮/মেধা

Share Button

     এ জাতীয় আরো খবর