January 13, 2025, 10:41 pm

সংবাদ শিরোনাম

মৌলভীবাজারে উপবন এক্সপ্রেস টিলায় আটকে তিন ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ

মৌলভীবাজারে উপবন এক্সপ্রেস টিলায় আটকে তিন ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ

ডিটেকটিভ নিউজ ডেস্ক 

মৌলভীবাজারের লাউয়াছড়ার পাহাড়ি এলাকায় আন্তঃনগর উপবন এক্সপ্রেস আটকা পড়ে সাড়ে তিন ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের পথে ট্রেন চলাচল আবার শুরু হয়েছে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার সাখাওয়াত হোসেন জানান, গত বৃহস্পতিবার রাতে সোয়া ১২টায় ঢাকাগামী উপবন ভানুগাছ স্টেশন অতিক্রম করে লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ি এলাকায় একটি উঁচু টিলা পার হওয়ার সময় আটকা পড়ে ফলে ওই পথ দিয়ে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায় পরে ট্রেনটিকে আবার ভানুগাছ রেলওয়ে স্টেশনে ফিরিয়ে নেওয় হয় রাত পৌনে ৩টার দিকে সিলেট থেকে চট্টগ্রামগামী জালালাবাদ এক্সপ্রেস ভানুগাছে পৌঁছালে সেই ইঞ্জিন লাগিয়ে উপবন এক্সপ্রেসকে টেনে লাউয়াছড়া পার করিয়ে শ্রীমঙ্গলে পৌঁছে দেওয়া হয় রাত সাড়ে ৩টার দিকে উপবন এক্সপ্রেস শ্রীমঙ্গল সেটশন ছেড়ে ঢাকার পথে রওনা হলে সিলেটের রেলপথ আবার উন্মুক্ত হয় উপবন চলে যাওয়ার পর অন্য একটি ইঞ্জিন এনে ভানুগাছ স্টেশন থেকে জালালাবাদের যাত্রীদের চট্টগ্রামের পথে রওনা করিয়ে দেওয়া হয় বলে শমশেরনগর স্টেশনের মাস্টার কবির জানান

Share Button

     এ জাতীয় আরো খবর