নিহত সিদ্দিক মিয়া (৩৫) উপজেলার পশ্চিম চালাকচর এলাকার সোনা মিয়ার ছেলে। অন্য একটি ডাকাতির মামলায় ১৭ বছরের দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন তিনি।
স্থানীয়রা জানান, এ এলাকায় সড়কে প্রায়ই ডাকাতি হয়। বুধবার রাতে সড়কের বীর আহম্মদপুর এলাকায় ডাকাতির সময় রাস্তায় চলাচলকারী এক ব্যক্তি বিষয়টি দেখে গ্রামের লোকজনকে খবর দেয়।
পরে গ্রামের লোকজন জড়ো হয়ে ডাকাতদের ধাওয়া করে। এসময় অন্যরা পালিয়ে গেলেও সিদ্দিক মিয়া ধরা পড়েন। পরে তাকে ধরে পিটুনি দিলেই সেখানেই তার মৃত্যু হয় বলে জানান এলাকাবাসী।
এসআই জিন্নত বলেন, সিদ্দিক মিয়া এর আগেও ডাকাতির করেছে। ডাকাতির এক মামলায় ২০০৯ সালে তাকে ১৭ বছরের কারাদণ্ড দেয় আদালত।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেছে বলে জানান তিনি।
প্রাইভেট ডিটেকটিভ/২২ ফেব্রুয়ারি ২০১৮/মেধা