অনলাইন ডেস্কঃ
রাজধানীর রায়েরবাগে সড়ক দুর্ঘটনায় স্বপন খান (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় দায়িত্বরত ট্রাফিক পুলিশ কনস্টেবল মো. মিলন তাকে (স্বপন) উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১১টায় স্বপনকে মৃত ঘোষণা করেন।
মৃত স্বপন মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার মৃত আবুল হাসেমের ছেলে। বর্তমানে যাত্রাবাড়ী কাজলা উত্তর পাড়া এলাকায় একটি ভাড়া বাসায় স্ত্রী ও ৩ সন্তান নিয়ে থাকতেন।
ট্রাফিক পুলিশ কনস্টেবল মো. মিলন জানান, রায়েরবাগ প্রধান সড়কে কোনো যানবাহনের ধাক্কায় আহত অবস্থায় পড়েছিলেন স্বপন। দ্রুত তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল পুলিশ বক্স উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
প্রাইভেট ডিটেকটিভ/২২ ফেব্রুয়ারি ২০১৮/মেধা