April 27, 2025, 8:41 pm

সংবাদ শিরোনাম
ভারতে কারাভোগের শেষে বেনাপোল স্হল পথে দেশে ফিরলো ৭ বাংলাদেশি যুবক নাইক্ষ্যংছড়ির চাকঢালা সীমান্তে চোরাইপণ্য আনতে গিয়ে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশীর পা বিচ্ছিন্ন চলন্ত ট্রেনে মোবাইল ছিনতাই গুরুতরভাবে আহত ছিনতাইকারী আটক বেনাপোলে ছিনতাই চেষ্টার অভিযোগে ৬ নারী আটক বড়দরগা হাইওয়ে থানা কর্তৃক ৩০ বোতল ফেনসিডিল সহ একজন গ্রেফতার শেরপুর আবাসিক এলাকায় দেশীয় অস্ত্রসহ গ্রেফতার -১ সিলেটে আখড়ার সম্পত্তি বিক্রি মন্দির কমিটির নেতাসহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা যশোরে মাদক কারবারিদের পক্ষ নেয়ায় বৈষম্যবিরোধী নেতা সুজনকে গণধোলাই রানা ঝড়-মিরাজ ঘূর্ণিতে টেস্ট জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখলো বাংলাদেশ টেকনাফে রোহিঙ্গা মানব পাচারকারী আবদুল্লাহর নানান অপকর্ম থেকে নেই? মিথ্যা আশ্রয় নিয়ে প্রতি পক্ষের বিরুদ্ধে মামলা

টেকনাফে ৩৩ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

কক্সবাজার প্রতিনিধিঃ

কক্সবাজারের টেকনাফ সাবরাং ইউনিয়নের খুরের মুখ বঙ্গোপসাগর সংলগ্ন শশ্বানঘাট এলাকা থেকে ৫ বস্তা ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। তবে ৩ পাচারকারী পালিয়ে যাওয়া কাউকে আটক করা যায়নি বলে জানা গেছে। আজ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সাগর সংলগ্ন শশ্বানঘাট এলাকা থেকে ওইসব ইয়াবা উদ্ধার করা হয়।

অধিনায়ক আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদে বিজিবির একটি দল সকালে ওই এলাকায় ওৎ পেতে থাকে। এ সময় একটি ট্রলার বঙ্গোপসাগর অতিক্রম করে তীরে এসে পৌঁছালে বিজিবির চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়া হয়। অবস্থা বেগতিক দেখে ট্রলার থেকে ৩ পাচারকারী পাঁচটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তাগুলো খুলে ১১ লাখ ২০ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়। যার বাজার মূল্য ৩৩ কোটি ৬০ লাখ টাকা।

তিনি আরো বলেন, উদ্ধারকৃত ইয়াবগুলো ব্যাটালিয়নে জমা রাখা হয়েছে, যা পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা ও মিডিয়াকর্মীদের সম্মুখে ধ্বংস করা হবে।

উল্লেখ্য, প্রতিদিন পুলিশ, বিজিবি, র‌্যাব কোস্টগার্ডসহ আইন শৃঙ্খলাবাহিনী বিভিন্ন পয়েন্ট দিয়ে ইয়াবা উদ্ধার করে আসছে। কিন্তু কোনভাবেই বন্ধ হচ্ছে না ইয়াবা পাচার। ইয়াবা পাচার বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানিয়েছে এলাকার সচেতন মহল।

প্রাইভেট ডিটেকটিভ/২২ ফেব্রুয়ারি ২০১৮/মেধা

Share Button

     এ জাতীয় আরো খবর