স্পোর্টস ডেস্কঃ
ইউরোপ সেরার আসর চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে সেভিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এদিন সেভিয়ার মাঠে আক্রমণে আধিপত্য ছিল স্বাগতিকদেরই। প্রথমার্ধ দারুণ দুটি সুযোগ পায় স্প্যানিশ ক্লাবটি। কিন্তু ম্যানইউর গোলরক্ষক ডেভিড ডি গিয়ার নৈপুণ্যে কোনো গোল হয়নি।
দ্বিতীয়ার্ধেও একইভাবে চলতে থাকা ম্যাচের ৭৩তম মিনিটে গোলমুখে সহজ সুযোগ নষ্ট করেন সেভিয়ার স্প্যানিশ মিডফিল্ডার পাবলো সারাবিয়া।
আগামী ১৩ মার্চ ম্যানচেস্টার ইউনাইটেডের ওল্ড ট্র্যাফোর্ডে হবে ফিরতি পর্ব।
প্রাইভেট ডিটেকটিভ/২২ ফেব্রুয়ারি ২০১৮/রুহুল