November 13, 2024, 4:35 am

সংবাদ শিরোনাম
পার্বতীপুরে খুশি ব্রিকস গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত চিলমারীতে গ্রেফতার আতঙ্কে লাপাত্তা ইউপি চেয়ারম্যানরা সেবার কার্যক্রমে জটিলতা ভয়াল ১২ নভেম্বর নিহতদের স্মরণে কলাপাড়ায় মোমবাতি প্রজ্জ্বলন পটুয়াখালীতে জমি দখল নিতে প্রতিপক্ষের ঘবে আগুন। নাভারণ ডিগ্রী কলেজে নবগঠিত পরিচালনা পর্ষদের সভাপতি হাসান জহিরকে সংবর্ধনা গোয়াইনঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, বাংলাদেশি ৪ নারী আটক নন্দীগ্রামে মায়ের ওপর অভিমান করে ১০ শ্রেণির ছাত্রীর আত্মাহত্যা ভারতে পালানোর সময় অর্থঋন মামলার সাজাপ্রাপ্ত আসামি আটক পাড়ায় পাড়ায় চলছে উৎসবের ব্যাপক প্রস্তুতি, ১৫ নভেম্বর কমলগঞ্জে মণিপুরি মহারাসলীলা পাউবো’র অপরিকল্পিত খাল খননে রাস্তার সর্বনাশ: দুর্ভোগে চার গ্রামের ১০ হাজার মানুষ

পাবনায় পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীর বিরুদ্ধে ঘুষ বানিজ্যের বিস্তর অভিযোগ

ডিটেকটিভ ডেস্ক: পাবনার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাহিদের বিরুদ্ধে প্রকাশ্যে ঘুষের বিনিময়ে কাজ দেওয়ার অভিযোগ উঠেছে।

ঘটনার বিবরণে জানা যায় , বাঙালি- করোতোয়া -ফুলজোড় -হারা সাফর নদীর সিস্টেম ড্রেসিং /পুন:খনন তীর সংরক্ষণ শীর্ষক প্রকল্পের আওতায় পাবনা জেলার বেড়া উপজেলাধীন, বেড়া- এন ২৬৬৬৯৩৪ এলাকায় উত্তেলিত বালু /মাটি নিলাম করণ এর কাজে অনুকুলে নিলাম বিজ্ঞপ্তিটি খোলার জন্য সময় নির্ধারণ করা হয় বেলা ২টায়। কিন্তু রহস্যজনক কারণে বিকেল ৩টায় পাবনার ডিসি অফিসে পৌঁছায় সেই টেন্ডার বক্সটি। এবং সাড়ে তিনটায় খোলা হয়। এরপর দরদাতাদের মধ্যে থেকে কৌশলে সর্বোচ্চ দর দেখে নিয়ে শামীম নামক অন্য একটি দরপত্র তৈরি করা হয় বলে অভিযোগ উঠেছে।

এই অভিযোগটি উঠে উক্ত পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও সার্ভেয়ার মোসাম্মৎ রাজিয়া খাতুনের বিরুদ্ধে। জানা যায়, তার স্বামী মিস্টার শামীমকে নিলামে অংশ গ্রহণ করিয়ে দূর্নীতির মাধ্যমে কাজ পাইয়ে দেওয়ার জন্য। এছাড়াও বিলম্বে টেন্ডার জমা দেওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ বানিজ্য হয় বলে জানা যায়। এই ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক উক্ত অফিসে কর্মরত পাঁচজন সাক্ষীর সাথে দৈনিক প্রাইভেট ডিটেকটিভ টিমের আলোচনা হয়।

এভাবেই ফ্যাসিস্ট হাসিনার আমল থেকেই এই চক্রটি নির্বাহী প্রকৌশলীর যোগসাজসে অনিয়ম ও দূর্নীতির মাধ্যমে বহু কাজ বাগিয়ে নিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

খবর লেখা পর্যন্ত দূর্নীতিযুক্ত টেন্ডার বাতিল করে রি-টেন্ডার প্রক্রিয়ার কোন সুষ্ঠ সমাধান হয়নি বলে জানা যায়। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তার নজরে এনে সিন্ডিকেটের বিরুদ্ধে আইনগত ও শাস্তি মূলক ব্যবস্থা করার দাবি জানিয়েছে স্থানীয়রা।

Share Button

     এ জাতীয় আরো খবর