মাসউদ রানা:(স্টাফ রিপোর্টার)
বর্ণাঢ্য ও বর্ণিল আয়োজনে উত্তর জনপদের সর্ববৃহৎ ও ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান কারমাইকেল কলেজের ১০৮তম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে।
১০৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ১০ নভেম্বর বিকালে জি এল হোস্টেল মাঠে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ) অতিরিক্ত সচিব মো. রবিউল ইসলাম। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর এবিএম রেজাউল করীমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ) যুগ্ম সচিব মো. নুরুজ্জামান, কারমাইকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মোস্তাফিজুর রহমান, উপাধ্যক্ষ ডক্টর রেহেনা খাতুন প্রমুখ।
স্বাগত বক্তব্য দেন ১০৮-তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর মো. শফিক হোসেন। সমাপনীপর্ব ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম। দ্বিতীয়পর্বেকারমাইকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী, রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। অনুষ্ঠানেরশুরুতে সকালে জাতীয় পতাকা উত্তোলনের পর বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করাহয়।এরপর একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ক্যাম্পাস থেকে বের হয়ে লালবাগ এলাকা প্রদক্ষিণ করে।