September 18, 2024, 2:43 pm

সংবাদ শিরোনাম

বোরহানউদ্দিন কুঞ্জেরহাট বাজারে, অনুমতি বিহীন ওষুধের গুদাম সিলগালা

রাকিব হোসেন, ভোলা:
ভোলা বোরহানউদ্দিন উপজেলার, কুঞ্জেরহাট বাজারে’লাইসেন্সবিহীন ঔষধের গুদামে সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৯ সেপ্টেম্বর ) সন্ধা আনুমানিক ০৬ ঘটিকার সময় ভোলা জেলা ড্রাগ সুপার, সুমন বিশ্বাসের নেতৃত্বে, বোরহানউদ্দিন উপজেলার, কুঞ্জেরহাট বাজারে অনুমতি বিহীন, রিপন চন্দ্র দে (৩০),পিতা: বক্ত চন্দ্র দে, এর ঔষধের গুদামে অভিযান পরিচালনা করে, সিলগালা করা হয়।
জেলা ড্রাগ সুপার, সুমন বিশ্বাস জানান, গুদামের অনুমতিপত্র এবং ওষুধ সংরক্ষণের উপযোগী কোনও ব্যবস্থা না থাকায়, গুদাম বন্ধ থাকায়, গুদামের মালিক, রিপন চন্দ্র দে কে ফোন করে আসতে বললে সে না আসায়, বাজারের ব্যবসায়ী এবং গণ্যমান্য দের কে সাক্ষী রেখে ঔষধের গুদামটি সিলগালা করে দেওয়া হয়েছে।

সুত্রে জানাযায় বিগত ২০২০ সাল থেকে ঔষধ বিক্রয়কারি প্রতিষ্ঠান চারু ডিস্ট্রিবিউশনের মার্কেটিং বিভাগে কর্মরত ছিল, রিপন চন্দ্র দে । বিগত দিনে ও যেই দোকানে কাজ করত সে দোকানের হিসাব থেকে প্রায় ৮,৩৬,২১৩ টাকা আত্মসাৎ করে বলে উক্ত ব্যাক্তির বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর