আমজাদ হোসেন,পার্বতীপুর (দিনাজপুর)প্রতিনিধি :
বিদ্যুৎ সংকটে ঘন ঘন লোডশেডিং এর কারনে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এক দিকে প্রচন্ড গরম অন্য দিকে লোডশেডিং সব মিলিয়ে মানুষ এক অশস্তিকর অবস্থার মধ্যে দিনাতিপাত করছেন। এদিকে স্থানীয় নেসকো ও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বলছেন বিদ্যুৎ সংকটের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে।
দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন বিঘ্ন ঘটায় বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে। তবে তাপ বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা যায়, তাপ বিদ্যুৎ কেন্দ্রের যান্ত্রিক ক্রটির জন্য বন্ধ ৩য় ইউনিটটি দু’এক দিনের মধ্যে চালু হবে বলে আশা প্রকাশ করেছেন কর্তৃপক্ষ।
পার্বতীপুর উপজেলায় গ্রামাঞ্চলে পল্লী বিদ্যুৎ বিভাগ ও শহর এলাকায় নেসকো বিদ্যুৎ গ্রাহকদের মধ্যে বিদ্যুৎ সরবরাহ করে থাকেন। এ সব বিদ্যুৎ গ্রাহকেরা ঠিক মতো বিদ্যুৎ না পাওয়ায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এ বিষয়ে কথা হলে পার্বতীপুর পল্লী বিদ্যুৎ বিভাগের ডিজিএম ও নেসকোর আবাসিক প্রকৌশলী বলেন,জাতীয় গ্রীড থেকে প্রয়োজনীয় পরিমাণে বিদ্যুৎ সরবরাহ ঘাটতির জন্য লোডশেডিং তবে পর্যাপ্ত পরিমাণে বিদ্যুৎ সরবরাহ পেলে এই লোডশেডিং এর ভোগান্তি কমবে।