রুস্তম আলী: রংপুর: আমীরে জামায়াতের নির্দেশে সারাদেশের মতো রংপুরেও বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহত ভ্যান চালক ফারুকের খোঁজখবর ও চিকিৎসা সহায়তা দিলেন জামায়াত।
৩০-আগস্ট (শুক্রবার) বিকেলে ফারুকের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তার বাড়িতে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর মহানগর আমির উপাধ্যক্ষ এটিএম আজম খান।
আহত ফারুক রংপুর সিটি কর্পোরেশনের ৩৩নং ওয়ার্ডের শাকের আলী দাখিল মাদ্রাসা পাড়ার বাসিন্দা। গত ১৮ জুলাই ছাত্র-জনতার আন্দোলনে আহতদের ভ্যানযোগে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসী বাহিনীর গুলিতে আহত ফারুক। তার নাভির নিচে গুলি লেগে পিঠের অপর দিক দিয়ে বেরিয়ে যায়। এ পর্যন্ত তার শরীরে তিনবার অস্ত্রপচার হয়েছে । ভ্যানচালক ফারুকের চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান করেন এটিএম আজম খান।
এ সময় ফারুকের বাসায় উপস্থিত ছিলেন মাহীগঞ্জ থানা নায়েবে আমির শাহ মো: মোহসিন, ৩৩নং ওয়ার্ড সভাপতি অধ্যাপক নূর ইসলাম, সেক্রেটারি মাওলানা হাফিজুর রহমান, মাওলানা শাহজাহান প্রমুখ।