September 19, 2024, 11:10 am

পীরগঞ্জে বিএনপি’র সাংগাঠনিক সভা অনুষ্ঠিত

দেশের বর্তমান পরিস্থিতিতে দলের সাংগাঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে জাঁকজমক পুর্ণ পরিবেশের মধ্যে দিয়ে গতকাল বৃহস্পতিবার রংপুরের পীরগঞ্জ উপজেলা বিএনপি’র সাংগাঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে ।
পীরগঞ্জ উপজেলা বিএনপি’র আহবায়ক মামমুদ-উন নবী পলাশ এর সভাপতিত্বে উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপি’র আহবায়ক সাইফুল ইসলাম, জেলা বিএনপি’র সদস্য সচিব আনিছুর রহমান লাকু, মিঠাপুকুর উপজেলা বিএনপি’র সদস্য সচীব মোতাহারুল হক নিক্সন, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোস্তাফিজার রহমান সেলিম, যুগ্ন আহবায়ক শাহিনুজ্জামান শাহিন, সদস্য সচীব জাকির হোসেন, পীরগঞ্জ পৌর বিএনপির আহবায়ক সাইফুল আজাদ, সদস্য সচীব ইয়াতিমুল হাসান লিটন, পীরগঞ্জ প্রেসকাবের আহবায়ক শাহ মোঃ শাদা মিয়া, উপজেলা কৃষক দলের আহবায়কআবু তাহের স্বেচ্ছা সেবক দলের আহবায়ক মনোয়ার হোসেন মনু, যুবদলের আহবায়ক আনিছার রহমান আনিছ, সদস্য সচীব আঃ সালাম, ছাত্রদলের আহবায়ক মোস্তাফিজার রহমান মিলু, সদস্য সচীব সুলতান মাহমুদ, সহ ১৫টি ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ ।
সভায় জেলা বিএনপি’র আহবায়ক সাইফুল ইসলাম তার বক্তব্যে বলেন, ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়ে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের মধ্যে দিয়ে দেশ আজ বৈষম্যমুক্ত হয়েছে । আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন, দুর্ণিতীমুক্ত সোনার বাংলাদেশ । গত ১৬/১৭ বছরে আ’লীগ সরকার দেশের হাজার হাজার কোটি টাকার সম্পদ লুট করে বিদেশে পাচার করেছে । তাই দেশের সম্পদ লুন্ঠনকারীদের বিরুদ্ধে দেশবাসীকে একতাবদ্ধ থাকতে হবে । সভায় দলের নেতা কর্মিদেরকে সাধারন মানুষের সঙ্গে থেকে দলকে সুসংগঠিত করার জন্য তিনি দলীয় নেতা কর্মিদের প্রতি আহবান জানান ।

Share Button

     এ জাতীয় আরো খবর