February 14, 2025, 11:42 pm

সংবাদ শিরোনাম
বনানী ক্লাবে অনুষ্ঠিত হলো এক ভিন্ন ধরনের আড্ডা বিশ্বজুড়ে বাঙালিয়ানা এবং বাংলা সংস্কৃতির প্রচার ও প্রসার জয়পুরহাট ক্ষেতলালে পুকুর খনন করে মাটি বিক্রির দায়ে জরিমানা সরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনা নিহত পরিবারকে প্রশাসনের অনুদান ভোলার তজুমদ্দিনে গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে দুই চোরের মৃত্যু গৌরনদীতে ভাইদের দু’গ্রুপের মধ্যে হামলা পাল্টা হামলা মাদক সম্রাজ্ঞী পাপিয়ার সহযোগীর বিরুদ্ধে গাজীপুরে সংবাদ সম্মেলন জামালপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল্লাহ সাইফ শার্শার কায়বায় প্রেমিকের প্ররোচনায় কলেজ ছাত্রীর আত্মহত্যা, ময়নাতদন্ত ছাড়াই দাফন বান্দরবানে চকলেটের প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণ, বৃদ্ধ আটক

বেনাপোলে শহীদদের প্রতি দুই বাংলা ভাষাপ্রেমীদের শ্রদ্ধা

বেনাপোল থেকে এনামুল হক:

বেনাপোল-পেট্রাপোল নো-ম্যানসল্যান্ডে (শূন্যরেখা) নির্মিত অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছেন দুই বাংলার আমন্ত্রিত অতিথি ও হাজার হাজার ভাষাপ্রেমীরা। বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় শহীদদের শ্রদ্ধা জানাতে সীমান্ত ছাপিয়ে এক ছায়া তলে মিশে যান দুই বাংলার বাঙালিরা।

এ সময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য পীযুষ কান্তি ভট্টাচার্য, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, বেনাপোল কাস্টমস কমিশনার মোহাম্মদ বেলাল হোসেন চৌধুরী, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক ও জেলা সহকারী পুলিশ সুপার সালাউদ্দীন শিকদার।

ভারতের পক্ষে ছিলেন- পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বঁনগা লোকসভা সংসদ সদস্য মমতা ঠাকুর, উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাপতি রেহেনা খাতুন, লেখক শ্রীর্ষেন্দু মুখোপাধ্যায়, প্রখ্যাত সংগীত শিল্পী অনুপম রায়, আবৃত্তিকার ও অভিনেতা জয়ন্ত চট্টোপাধ্যায়।

বেলা ১২টা থেকে শুন্যরেখায় বঙ্গবন্ধু শেখ মুজিব ২১শে মঞ্চে আলোচনা সভা, আবৃত্তি, গান আর রক্তদান কর্মসূচির মধ্য দিয়ে শুরু হয়েছে মিলন-মেলা। এবারের দুই বাংলার এ যৌথ ভাষা দিবসের আয়োজন করেছে বেনাপোল ও ভারতের বনগাঁ পৌরসভা। ইভেন্ট অর্গানাইজার কাঠ পেন্সিল।

প্রাইভেট ডিটেকটিভ/২২ ফেব্রুয়ারি ২০১৮/রুহুল আমিন

Share Button

     এ জাতীয় আরো খবর