কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজারের চকরিয়া উপজেলার র্যাবের সাথে বন্দুকযুদ্ধে আনু মিয়া নামের শিশু ধর্ষণ মামলার এক আসামি নিহত হয়েছে।
বুধবার ভোরে চকরিয়ার বদরখালি ইউনিয়নের নাপিতখালি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান র্যাব কক্সবাজার ক্যাম্পের কমান্ডার মেজর রুহুল আমিন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে বদরখালি ইউনিয়নের নাপিতখালি এলাকায় র্যাব অভিযান চালায়। এই সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীদের গুলি ছোড়ে। র্যাবও পাল্টা ছোড়ে। পরে ঘটনাস্থলে আনোয়ার হোসেন ওরফে আনু মিয়ার (৫৯) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে চকরিয়া হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসকরা আনুকে মৃত ঘোষণা করে।
ঘটনাস্থল থেকে ১ টি ওয়ান-শুটার গান, ৩ রাউন্ড গুলি ও ২ টি খালি খোসা উদ্ধার করা হয়েছে বলেও জানান মেজর রুহুল আমিন।
প্রসঙ্গত, গত ১১ ফেব্রুয়ারি দিবাগত রাতে বদরখালিতে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ রয়েছে আনু মিয়ার বিরুদ্ধে। ঘটনার পরদিন তার বিরুদ্ধে চকরিয়া থানায় ধর্ষণ মামলা দায়ের করা হয়।