গত ০৭/০৫/২০২৪ইং তারিখ দুপুর অনুমান ০২.৪৫ ঘটিকা হতে বিকাল অনুমান ০৩.৫০ ঘটিকার মধ্যবর্তী যেকোন সময় কোতোয়ালী মডেল থানাধীন জল্লারপাড়স্থ আতাউর কমপ্লেক্স সংলগ্ন গলি রাস্তার উপর হতে ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন কোম্পানি বাংলাদেশ পিএলসি, সিলেট বিভাগের এরিয়া সেলস ম্যানেজার অরুপ রায় অপু (৩৯) এর চালিত একটি লাল রংয়ের ১৬০ সিসি TVS APACHE RTR মোটরসাইকেল, যার মূল্য অনুমান ১,৬৪,০০০/- (এক লক্ষ চৌষট্টি হাজার) টাকা, রেজিঃ-নং-সিলেট-মেট্রো-ল-১১-২৯৫৬,যার চেসিস নং-MD634KE4XJ2A58983, ইঞ্জিন নং-0E4AJ2960861 অজ্ঞাতনামা চোর বা চোরেরা উল্লেখিত মোটর সাইকেলটি চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে উপ-পুলিশ কমিশনার (উত্তর) মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায়, অফিসার ইনচার্জ, কোতোয়ালী মডেল থানা, এসএমপি, সিলেটের তত্ত্বাবধানে, এসআই(নিঃ)/এএইচএম রাশেদ ফজল এর নেতৃত্বে টিম কোতোয়ালী বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা পূর্বক মোটরসাইকেল চোর চক্রের মূল হোতা ১। নয়ন ইসলাম (১৯) সহ ২। কাউসার মিয়া (২৩) ও ৩। অভিনাশ বিশ্বাস (১৯) দেরকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উক্ত আসামীদের দেওয়া তথ্য মতে সুনামগঞ্জ জেলার দিরাই থানাধীন হাতিয়া সানিকন্থ জনৈক মজিদ লন্ডনীর বাড়ীর পিছনে ঝোপঝাড় হতে উল্লেখিত চোরাই মোটরসাইকেলটি ১০/০৫/২০২৪খ্রিঃ তারিখ ০৮.৪৫ ঘটিকার সময় উদ্ধার পূর্বক জব্দ করেন। পরবর্তীকে উক্ত ঘটনায় ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন কোম্পানি বাংলাদেশ পিএলসি, সিলেট বিভাগের এরিয়া সেলস ম্যানেজার অরুপ রায় অপু (৩৯) বাদী হয়ে ১। নয়ন ইসলাম (১৯), ২। কাউসার মিয়া (২৩) ৩। অভিনাশ বিশ্বাস (১৯) সহ আরো ০১ জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে কোতোয়ালী মডেল থানার মামলা নং-১৩, তারিখ-১০/০৫/২০২৪খ্রিঃ ধারা-৩৭৯/৪১১ পেনাল কোড রুজু করা হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে ।
গ্রেফতারকৃত আসামীদের নাম ঠিকানা:
১। নয়ন ইসলাম (১৯) পিতা- নূরুল ইসলাম, মাতা- জাহেরা বেগম, সাং- বাশতলা (আনন পাড়া), থানা দোয়ারাবাজার, জেলা- সুনামগঞ্জ, বর্তমানে- পিরোজপুর, (মন্তুজ আলীর কলোনী), থানা- দক্ষিণ সুরমা, জেলা- সিলেট।
২। কাউসার মিয়া (২৩) পিতা- মৃত বজলু মিয়া, মাতা- রেহেনা বেগম, সাং- শনিবাজ, থানা- রায়পুরা, জেলা-নরসিংদী, বর্তমানে- ছড়ারপাড়, থানা-কোতোয়ালী, জেলা- সিলেট।
৩। অভিনাশ বিশ্বাস (১৯) পিতা- মনোরঞ্জন বিশ্বাস, মাতা- সন্ধ্যা রানী বিশ্বাস, সাং-পুরাতন কর্নগাঁও, থানা- দিরাই, জেলা- সুনামগঞ্জ।