মোঃ জুলহাজুল কবীর নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের নবাবগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশ গ্রহনে উপজেলা পর্যায়ে শুদ্ধ ভাবে জাতীয় সঙ্গীত প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে নবাবগঞ্জ মহিলা ডিগ্রী কলেজে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মশিউর রহমান প্রতিযোগীতার উদ্বোধন করেন। এ সময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তোফাজ্জল হোসেনর অধ্যক্ষ মোঃ শাফিকুল ইসলাম, মোঃ আবু হেনা মোস্তফা কামাল, উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মোঃ সুলতান মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন। প্রতিযোগীতায় কলেজ পর্যায়ে আফতাবগঞ্জ ডিগ্রী কলেজ এবং স্কুল পর্যায়ে ভাদুরিয়া স্কুল এন্ড কলেজ প্রথম হয়।