-
- বিনোদন
- আমির খান মানেই যেন নতুন রেকর্ড!
- আপডেট সময় February, 20, 2018, 5:16 pm
- 232 বার পড়া হয়েছে
বিনোদন ডেস্কঃ
আমির খান অভিনীত ৭০০ কোটি ছুঁয়েছে ‘পিকে’। তার অভিনীত সিনেমা ‘দঙ্গল’ ২ হাজার কোটির ক্লাবে নাম লিখিয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হল ‘সিক্রেট সুপারস্টার’। সিক্রেট সুপারস্টার ভারতে (৬৩.৪০ কোটি রুপি) তেমন ভাল ব্যবসা করতে না পারলেও, চীনে ৯০০ কোটি টাকার ব্যবসা করেছে।
আর সেই খবর শোনা মাত্র আনন্দে আত্মহারা হয়ে আমির ঠিক করে ফেলেছেন আগামী ২১ ফেব্রুয়ারি তিনি এই আনন্দ সকলের সঙ্গে ভাগ করে নিতে একটা বিশেষ পার্টির আয়োজন করবেন।
আমির খান বলেছেন, ‘চীনে গিয়ে আমি দেখেছি ওখানকার লোকজন আমাকে ভীষণ ভালবাসে। এর আগেও ‘পিকে’ এবং ‘দঙ্গল’ ওখানে খুব ভাল ব্যবসা করেছে। কিন্তু তাই বলে ‘সিক্রেট সুপারস্টার’-ও যে এত ভাল ব্যবসা করবে এটা আমার কল্পনার বাইরে ছিল। একের পর এক রেকর্ড তৈরি করে চলেছেন আমির খান।
এ জাতীয় আরো খবর