January 3, 2025, 2:41 pm

সংবাদ শিরোনাম
হবিগঞ্জের দৈনিক সময় পত্রিকার সম্পাদক সহ ২ জনের বিরুদ্ধে ৫০ লক্ষ টাকার মানহানীর আদালতে মামলা সেনাপ্রধান খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় হিলিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালন কুড়িগ্রামে সূর্যের দেখা নেই দুদিন, বৃষ্টির মতো পড়ছে কুয়াশা লামায় তিনদিন পর নিখোঁজ স্কুলশিক্ষার্থীর মরদেহ উদ্ধার চিলমারীতে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত বামনায় নতুন বছরে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ জ্ঞানভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে বিএনপি’র ৩১ দফার বিকল্প নেই -ব্যারিস্টার জামান গাইবান্ধার সাদুল্লাপুরে শীতের প্রকোপে বিপর্যস্ত নিম্নআয়ের মানুষ শিবচরে বিআরবি ক্যাবল বিক্রয় কেন্দ্রে দুর্ধর্ষ ডাকাতি ; প্রায় ৪০ লক্ষ টাকার মালামাল লুট

২৫ বছর হিমায়িত ভ্রুণ থেকে শিশুর জন্ম

নিউজ ডেস্কঃ

 

আইভিএফ শুরু হওয়ার পর থেকে গর্ভধারণ ও শিশুজন্মের মধ্যবর্তী এই বিরতিটিই সম্ভবত সবচেয়ে দীর্ঘ বলে মনে করছেন সংশ্লিষ্টরা, জানিয়েছে বিবিসি।

যুক্তরাষ্ট্রের একটি পরিবার ওই ভ্রুণটি দান করেছিল। দীর্ঘ বিরতির পর ভ্রুণটিকে গর্ভে ধারণ করে শিশু হিসেবে জন্ম দিয়েছেন যে নারী, ভ্রুণটি নিষিক্ত হওয়ার সমকালে তিনি নিজেও শিশু ছিলেন।

স্বাস্থ্যবান এই মেয়ে শিশুটির নাম রাখা হয়েছে এমা রেন গিবসন। মার্চে হিমায়িত অবস্থা থেকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে এনে ভ্রুণটিকে টিনা গিবসনের জরায়ুতে স্থাপন করা হয়েছিল।

নভেম্বরে জন্ম নেওয়া এমা টিনার প্রথম সন্তান।

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের পূর্বাঞ্চলের বাসিন্দা টিনা, যার বর্তমান বয়স ২৬ সিএনএনকে বলেছিলেন, “বুঝতে পারছেন আমার বয়স মাত্র ২৫? এই ভ্রুণটি আর আমি সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুও হতে পারতাম।”

তিনি আরও বলেন, “আমি শুধুমাত্র একটি সন্তান চেয়েছিলাম। এটা কোনো বিশ্ব রেকর্ড না কী, তার পরোয়া করি না আমি।”

ধর্মভিত্তিক সংস্থা ন্যাশনাল এমব্রিও ডোনেশন সেন্টার নিষিক্ত ওই ভ্রুণটি দিয়েছে। যে দম্পতিরা অতিরিক্ত আর কোনো সন্তান চান না তাদের অপ্রত্যাশিত ভ্রুণ তাদের এখানে দান করার জন্য সংস্থাটি উৎসাহিত করে থাকে। এই ভ্রুণগুলো নিয়ে অন্য দম্পতিদের বাবা-মা হওয়ার সুযোগ দেওয়াই সংস্থাটির উদ্দেশ্য।

টিনার স্বামী বেঞ্জামিন গিবসনের সিস্টিক ফিব্রোসিস নামক জিনগত ত্রুটি থাকায় উর্বরতার সমস্যা আছে। এই কারণে তারা ওই সংস্থাটির কাছ থেকে ভ্রুণ নেন।

শিশু এমা ১৯৯২ সালে গর্ভে এসেছিল। এর দেড় বছর আগে তার বর্তমান মা টিনার জন্ম হয়।

শিশুটির জন্মের পর গিবসন বলেছেন, “এমা একটি মধুর বিস্ময়। আমর ধারণা অত বছর ধরে হিমায়িত থেকে সে খুব সুন্দর হয়ে উঠেছে।”

নতুন এই কন্যা শিশুটির সঙ্গে তার বাবা-মা কারো জিনগত কোনো সম্পর্ক নেই।

Share Button

     এ জাতীয় আরো খবর