অনলাইন ডেস্কঃ
রাজধানীর ডেমরায় ইশরাত জাহান ইলা (১৪) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। ডেমরার সারুলিয়া এলাকায় আজ সন্ধ্যায় গলায় ফাঁস দিয়ে ওই স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে জানা যায়।
ইলা ডেমরার আইডিয়াল হাই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী ও চাপাইনবাবগঞ্জের ভোলারহাট উপজেলার গোয়ালবাড়ি গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে। সে পরিবার সঙ্গে ডেমরার সারুলিয়ার এলাকায় থাকতেন। ঘটনার পর তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতাল নেওয়া হলে চিকিৎসকের পরামর্শে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।