February 9, 2025, 11:34 pm

সংবাদ শিরোনাম
আওয়ামীলীগ নেতা গ্রেফতারের খবর শুনে মিষ্টি বিতরণ রাজধানীর ডেমরা এলাকায় অটোরিক্সা চালক উযান মিয়া (৪২)’কে হত্যা মামলায় আসামী আকাশ ভূইয়া (২৮)’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০। তারেক রহমানের ৩১দফা প্রস্তাবনা বাস্তবায়িত হলে এদেশে আর কোন ফ্যাসিস্টের জন্ম হবে না- বিএনপি নেতা সেলিমুজ্জামান সেলিম। টঙ্গীর ইজতেমা ময়দান বুঝে নিলেন সাদপন্থিরা, দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু ১৪ ফেব্রুয়ারি কক্সবাজার সাগরে মৃত্যু প্রতিরোধে রেসকিউ বোট নিয়ে সহায়তায় এগিয়ে এলো ওয়ার্টসিলা বিচারপতি আবদুর রউফ ইন্তেকালে লেবার পার্টির শোক সুনামগঞ্জ জেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। রামুতে ইজিবাইক উল্টে প্রাণ গেল বৃদ্ধের আওয়ামী লীগ বিএনপিতে অনুপ্রবেশ করে ঘের দখল ও চাঁদাবাজী করছে পারিবারিক কলহের জেরে শ্বশুরের গোপনাঙ্গ কাটলেন পুত্রবধূ

জগন্নাথপুরে জুয়ারী,ওয়ারেন্ট ভুক্ত আসামী সহ গ্রেফতার ৮

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:


সুনামগঞ্জের জগন্নাথপুরে বিভিন্ন অভিযানে জুয়াড়ী,ওয়ারেন্ট ভুক্ত আসামী সহ ৮ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া (নোয়াপাড়া) গ্রামের মো. হিরন খাঁনের ছেলে মো. হারুন খাঁন (২৮), বাড়ী জগন্নাথপুর গ্রামের হুসমত আলীর ছেলে আলীনূর (২২), মৃত আঃ গনির ছেলে মো. জুয়েল আহমদ (২৫),পাটলি ইউনিয়নের সাচায়ানীয়া গ্রামের মৃত এলাইছ মিয়া ছেলে শাহ মো. জাকির হোসেন (২৭), রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর গ্রামের আফরাজ মিয়ার ছেলে দিলোয়ার (১৯),দিরাই উপজেলার শরিফপুর গ্রামের আলাই মিয়া ছেলে মো. আজিম উদ্দিন (২১), বিশ্বনাথ থানার দশপাইকা গ্রামের মোঃ সুজেল মিয়া (২২), পৌর শহরের  কেশবপুর (দক্ষিণ পাড়া) গ্রামের মৃত নরেন্দ্র দাস ছেলে নন্দ লাল দাস।
জগন্নাথপুর থানা সূত্রে জানা যায়, এসআই মোহাম্মদ হাবিবুর রহমান সংগীয় এএসআই শাহ জামাল, এএসআই বেলাল হোসেন, কনেস্টর আব্দুল হালিম, কনেস্টবর মোবারক মিয়া সহ একটি ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে থানাধীন বাড়ী জগন্নাথপুরের আশিম শাহ মাজার এলাকায় রাত্রীকালীন রনপাহাড়া ডিউটি করার সময় রাত্র ১১.২৫ ঘটিকার সময় মাজারের পশ্চিমে রাস্তার পাশে ফাকা জায়গায় বেশ কিছু লোক প্রকাশ্যে টাকা এবং তাস দ্বারা জুয়া খেলায় দেখতে পান থানা পুলিশ। ফোর্সের সহায়তায় জুয়া খেলারত অবস্থায় উল্লেখিত আসামীদের আটক করা হয় এবং ঐ সময় অজ্ঞাতনামা ০১ জন পালাইয়া যায়। গ্রেফতারকৃতরা হলেন মো. হারুন খাঁন (২৮), আলীনূর (২২), মো. জুয়ের আহমদ (২৫), মো. সুজেল মিয়া (২২), শাহ মোঃ জাকির হোসেন (২৭), দিলোয়ার (১৯),মো. আজিম উদ্দিন (২১) গ্রেফতারের সময় জুয়া খেলার বিভিন্ন সামগ্রী পাওয়া যায়। এ ব্যাপারে জগন্নাথপুর থানার গতকাল রবিবার সাধারণ ডায়রী করা হয়, যার নং-৭৫১।
স্থানীয় সূত্রে জানা যায়, আশিম শাহ মাজারের একটি অসাধু চক্র প্রতিদিন হাজার হাজার টাকার জুয়া খেলা হয়। এ জুয়াবাজির ফাঁদে পড়ে অনেকেই হয়ে যাচ্ছেন নিঃস্ব। টাকার লেনদেন নিয়ে অনেক সময়ই ঘটে নানা ধরনের বিপত্তির ঘটনা। জুয়াবাজি চলছে অহরহ। স্থানীয়রা আরো জানান, আইন-শৃংখলা বাহিনী নিয়মিত অভিযান  পরিচালনা করলে আশিম শাহ মাজার থেকে জুয়া মুক্ত করা যাবে।
এদিকে পৃথক অভিযানে ওয়ারেন্ট ভুক্ত আসামী সিআর-১৭২/১০ এর ০২ মাসের সাজা প্রাপ্ত  আসামী নন্দ লাল দাস কে গ্রেফতার করে থানা পুলিশ।
জগন্নাথপুর থানার এসআই মোহাম্মদ হাবিবুর রহমান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন,আসামীদের সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রাইভেট ডিটেকটিভ/১৯ ফেব্রুয়ারি ২০১৮/রুহুল আমিন

Share Button

     এ জাতীয় আরো খবর