-
- সারাদেশে
- প্রশ্ন ফাঁস করে উত্তরপত্রও করে দিচ্ছেন শিক্ষক : আটক ১ জন
- আপডেট সময় February, 19, 2018, 2:19 pm
- 267 বার পড়া হয়েছে
নাটোর প্রতিনিধিঃ
পরীক্ষার হলে গিয়ে প্রশ্ন ফাঁস করে উত্তরপত্র প্রস্তুতের সময় এক শিক্ষককে আটক করেছে উপজেলা নির্বাহী অফিসার। আজ সোমবার এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজারভেশন এর প্রথম পত্রের পরীক্ষা চলাকালে নাটোরের লালপুরের একটি কেন্দ্রে এ ঘটনা ঘটে।
আটককৃত শিক্ষকের নাম মতিউর রহমান (৪৫)। তিনি লালপুর থানা বালিকা উচ্চ বিদ্যালয়ের কারিগরি শাখার ট্রেড ইন্সট্রাক্টর। মতিউর রহমান উপজেলার বড়বড়িয়া গ্রামের আজিজুল হকের ছেলে।
এ বিষয়ে লালপুর উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম জানান, মতিউর রহমান সকাল সাড়ে ১০টার দিকে গোপালপুর মহিলা ডিগ্রী কলেজ কেন্দ্রে গিয়ে প্রশ্ন ফাঁস করে। এবং কেন্দ্রের অদূরে তার কর্মস্থল থানা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে বসে গাইড বই এর পাতা কেটে এবং লিখে প্রশ্নের উত্তর প্রস্তুত করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একাধিক চিরকুটে প্রশ্নোত্তর সহ তাকে হাতেনাতে আটক করা হয়। চিরকুটগুলো পরীক্ষার হলে তার বিদ্যালয়ের শিক্ষার্থীদের নকল হিসেবে সরবরাহের জন্য লেখা হচ্ছিল। তাকে লালপুর থানায় সোপর্দ করা হয়েছে।
অভিযুক্ত শিক্ষক মতিউর রহমান জানান, তিনি প্রশ্ন ফাঁস করেননি। পরীক্ষা কেন্দ্র গিয়ে প্রশ্ন দেখে এসে তার স্কুলের ৪ পরীক্ষার্থীকে দেওয়ার জন্য উত্তর তৈরি করছিলেন।
এ ব্যাপারে লালপুর থানার ওসি আবু ওবায়েদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরীক্ষার নকলের কপি সহ আটককৃত শিক্ষক মতিউর এর নামে মামলার প্রস্তুতি চলছে।
এ জাতীয় আরো খবর