September 21, 2024, 8:07 pm

সংবাদ শিরোনাম
কু‌ড়িগ্রা‌মের উলিপু‌রে বিদ‌্যুৎস্পৃষ্টএক যুব‌কের মৃত্যু যশোরে বালিচাপা অবস্থায় প্রতিবন্ধী যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার কুড়িগ্রামের রাজিবপুরে ৪০ পিস ইয়াবা ও ১ টি ভ্যান জব্দসহ ২ জন মাদক কারবারি গ্রেফতার জয়পুরহাটের ক্ষেতলালে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজাফর রহমান মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত জীবাশ্ম জ্বালানীর ব্যবহার বন্ধে কুড়িগ্রামে জলবায়ু ধর্মঘট খুলনা দৌলতপুর রেলস্টেশন ও মহসিন মোড় কাঁচাবাজারে এলাকাবাসীর উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান সংসার রেখে ডলিতে আসক্ত কয়েছ৷ বিয়ে ছাড়াই এক সাথে বসবাস ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে তিন লাখ জাল টাকা এবং জাল টাকা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামাদিসহ দুই জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ যশোরের সাবেক এসপি আশরাফুল সহ ১০ পুলিশের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারে মেডিকেল কলেজের প্রয়োজনীয়তা শীর্ষক গোলটেবিল বৈঠক

মশাহিদ আহমদ, মৌলভীবাজার :

মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ এর প্রয়োজনীয়তা শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে স্থানীয় রেষ্ট ইন হোটেল এন্ড রেষ্টুরেন্টের হল রুমে আজ ১৭ ফেব্রুয়ারি। সিলেট উমেন্স মেডিকেল কলেজের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা ড.ওয়ালী তছর উদ্দিন এমবিই এর সভাপতিত্বে এবং মৌলভীবাজার সরকারি মেডিকেল কলেজ চাই ওয়ার্ল্ডওয়াইড ওয়াটসআ্যাপ গ্রুপ এন্ড ফেইসবুক পেইজ এর এম. মুহিবুর রহমান মুহিব ও জুবায়ের আলী আহমদ এর যৌথ সঞ্চালনায় মূল প্রবন্ধ পাঠ করেন- সম্মিলিত সামাজিক উন্নয়ন ফোরাম মৌলভীবাজারের আহবায়ক এ্যাডভোকেট মোহাম্মদ আবু তাহের। গোল টেবিল বৈঠকে আলোচনায় অংশ নেন, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন, মৌলভীবাজার- ৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ ও মৌলভীবাজার- ২ আসনের সংসদ সদস্য মোঃ আব্দুল মতিন। বৃটেন থেকে টেলিকনফারেন্সের মাধ্যমে আলোচনায় অংশ নেন ওয়ার্ল্ড ওয়াইড ওয়াটসআ্যাপ গ্রুপের এডমিন বৃটেন প্রবাসী কমিউনিটি নেতা মকিস মনসুর আহমদ। বক্তব্য রাখেন- মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আজিজুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমান, জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন, সাবেক সংসদ সদস্য হুছনে আরা ওয়াহেদ, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব, জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ, প্রেসক্লাব সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, মৌলভীবাজার ২৫০ শষ্যা বিশিষ্ট হাসপাতালের তত্বাবধায়ক ডা: পার্থ সারথি কানুগো, সিভিল সার্জন সত্যকাম চক্রবর্ত্তী, পল্লি বিদুৎ সমিতির সভাপতি ডাঃ ছাদিক আহমদ, নর্থ ইষ্ট মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা: আজিজুর রহমান, দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক বকসি ইকবাল আহমদ, সিলেটস্থ মৌলভীবাজার সমিতি সভাপতি সাংবাদিক দেওয়ান তৌফিক মজিদ লায়েক, শাহাজাল বিজ্ঞান প্রযুক্তি বিদ্যালয়রে অধ্যাপক সৈয়দ আশফাকুর রহমান, ডা:এ কে এম জিল্লুল হক, ডাঃ মৃগেন কান্তি ধর, লন্ডন প্রবাসী পারভেজ আহমদ, মৌলভীবাজার অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ারুল হক, জাতীয় পার্টিও সভাপতি সৈয়দ শাহবুদ্দিন আহমদ, কামরুজ্জামান রুবেল, এড. জসিম উদ্দিন, বিশিষ্ট নাট্যকার খালেদ চৌধূরী, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন, সাংগঠনিক সম্পাদক রাধা পদ দেব সজল, সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল, ইতিহাসবিদ ড. মুমিনুল হক, যুক্তরাজ্য প্রবাসী ওলি খান, চৌধুরী আতাউর রহমান আজাদ, ককনকপুর ইউপির চেয়ারম্যান রেজাউর রহমান চৌধূরী রেজা, নাজিরাবাদ ইউপি সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন মাতুক, শহিদ জিয়া স্কুলের প্রধান শিক্ষক সেলিনা বেগম, সাংবাদিক সালেহ এলাহী কুটি,  সমাজকর্মী আলীম উদ্দিন হালিম, ফটোনিউজ বিডি সম্পাদক এমদাদুল হক, মেরাজ চৌধূরী প্রমুখ। বক্তরা বলেন- মৌলভীবাজারবাসীর প্রাণের দাবি মৌলভীবাজার সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার লক্ষে প্রায় ২৫ লক্ষ মানুষের জন্য মেডিকেল কলেজ আজ সময়ের দাবি। প্রবাসী ও পর্যটন অধ্যূষিত মৌলভীবাজার জেলায় মেডিকেল কলেজ না থাকায় মানুষ বঞ্চিত হচ্ছেন। দ্রুত মেডিকেল কলেজ বাস্তায়নের দাবী জানান।  গোলটেবিল বৈঠকে জেলার সংসদ সদস্যের মাধ্যমে জেলাবাসীর এই যৌক্তিক দাবি সংসদে আলোচনার মাধ্যমে প্রধানমন্ত্রীর দৃষ্টি আর্কষণ করবেন এমনটিই প্রতিশ্রুতিই দেন।  গোল টেবিল বৈঠকে জেলার ও উপজেলার সাংবাদিকসহ গণ্যমান্য বক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রাইভেট ডিটেকটিভ/১৭ ফেব্রুয়ারি ২০১৮/রুহুল আমিন

Share Button

     এ জাতীয় আরো খবর