September 28, 2024, 4:12 pm

সংবাদ শিরোনাম
মজলুম সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী’র রুহের মাগফিরাতে দোয়া অনুষ্ঠান বৈষম্যের পদভারে পিষ্ঠ নাটোরের প্রাণ এ্যাগ্রো এবং পাঁচ দিনের জন্য বন্ধ ঘোষনা সাবেক পৌর মেয়র মোঃ আলমগীর শেখ তিতু’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ দিনাজপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ৪ সিএনজি সহ চার ছিনতাইকারী জনতার হাতে আটক, পালিয়ে যাওয়ার সময় গাইবান্ধার সাদুল্লাপুরে গলায় রশি পেচিয়ে বৃদ্ধ মহিলার আত্মহত্যা ময়মনসিংহে ১৬৬ বস্তা জিরা ও ৩০০ পিস ভারতীয় কম্বল জব্দ, আটক ৪ চিলমারীতে সেই শিক্ষক সাময়িক বরখাস্ত হবিগঞ্জের নবীগঞ্জে হত্যা মামলার পলাতক আসামীকে কুমিল্লার ময়নামতি থেকে গ্রেফতার করেছে র‌্যাব বাগআঁচড়া-নাভারণ সড়কের বেহাল দশা,দেখার কি কেউ নেই?

কেএনএফের সঙ্গে সেনাবাহিনীর গোলাগুলি

বান্দরবানের রুমা উপজেলায় পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি চীন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্যদের সঙ্গে সেনাবাহিনীর একটি টহল দলের গুলি বিনিময়ের ঘটনা ঘটছে।

এই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন কেএনএফের এক সদস্য।

তার কাছ থেকে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বান্দরবানের রুমা উপজেলার জিঅং পাড়া এলাকায় গুলি বিনিময়ের এ ঘটনা ঘটে। আহত কেএনএফ সদস্যের নাম বয়রাম বম (২৫)। তার বাড়ি রুমা উপজেলার ব্যাথেল পাড়া এলাকায়।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে কেএনএফের ছয় থেকে সাতজনের একটি সশস্ত্র দল জিঅং পাড়া এলাকায় চাঁদাবাজির জন্য যায়। তখন সেখানে সেনাবাহিনীর রুমা জোনের একটি টহল দল উপস্থিত হলে উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে কেএনএফের এক সদস্য আহত হন।  পরে তাকে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী বলেন, আহত ব্যক্তির পায়ে ও পেটে গুলি লেগেছে। তিনি বর্তমানে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তার কাছ থেকে একটি দেশীয় বন্দুক উদ্ধার করা হয়েছে এবং পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।

Share Button

     এ জাতীয় আরো খবর