February 15, 2025, 8:44 am

সংবাদ শিরোনাম
সিলেটে অস্ত্র ও বিস্ফোরক আইনে আরেক মামলায় আসামি ৪৭৭ জন বনানী ক্লাবে অনুষ্ঠিত হলো এক ভিন্ন ধরনের আড্ডা বিশ্বজুড়ে বাঙালিয়ানা এবং বাংলা সংস্কৃতির প্রচার ও প্রসার জয়পুরহাট ক্ষেতলালে পুকুর খনন করে মাটি বিক্রির দায়ে জরিমানা সরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনা নিহত পরিবারকে প্রশাসনের অনুদান ভোলার তজুমদ্দিনে গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে দুই চোরের মৃত্যু গৌরনদীতে ভাইদের দু’গ্রুপের মধ্যে হামলা পাল্টা হামলা মাদক সম্রাজ্ঞী পাপিয়ার সহযোগীর বিরুদ্ধে গাজীপুরে সংবাদ সম্মেলন জামালপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল্লাহ সাইফ শার্শার কায়বায় প্রেমিকের প্ররোচনায় কলেজ ছাত্রীর আত্মহত্যা, ময়নাতদন্ত ছাড়াই দাফন

রংপুরে ভোগীবালাপাড়ায় মাদ্রাসা শিক্ষার্থীর দ্বিখন্ডিত লাশ

জেলা প্রতিনিধি:

নিঃস্বার্থ, নিষ্পাপ শান্তশিষ্ট হাফেজ তানবীর আহমেদ তানহা (১৪) হিংস্র নরপশুর ধারালো অস্ত্রের আঘাতে দ্বিখণ্ডিত মস্তক দেখে অশ্রুঝরে এই সভ্য সমাজকে যন্ত্রণা আর বেদনার করুণ বাঁশির সুরে হৃদয়ে নাড়া দেয় কে এই ঘাতক?
গত ২৫ জানুয়ারি ২০১৮ ভোগীবালাপাড়া বউ বাজার এলাকায় নূরানী হাফিজিয়া মাদ্রাসায় যাওয়ার পর নিখোঁজ হয় ও গত ২৫ জানুয়ারি ভোগীবালাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের দ্বিতীয় তলা থেকে বস্তাদিয়ে মোড়া তার মস্তকবিহীন লাশ উদ্ধার করা হয়। পরবর্তীতে গত ২৬ জানুয়ারি শুক্রবার স্থানীয় জনগণের সহায়তায় মস্তক খোঁজাখুজিতে ভোগীবালাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সেফটি ট্যাংকের ভিতর হইতে লাল কাপড়ে মোড়া লাশবিহীন মস্তক উদ্ধার করে। হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ্ বোর্ডিংয়ের সভাপতি সামছুল হক জানান গত ২৪ জানুয়ারি ২০১৮ দুপুরে বাড়ি থেকে খাবার খেয়ে তানহা মাদ্রাসায় আসে। এরপর আছরের নামাজের ছুটিতে অন্য শিক্ষার্থীদের সঙ্গে সে নামাজ পড়ে বেরিয়ে যায়। মাগরিবের নামাজের সময় সে অনুপস্থিত ছিল ও ঈশার নামাজের সময় তানহা না আসায় বিষয়টি তার বাবা রংপুর সেনানিবাসে কর্মরত সার্জেন্ট খানজাহান আলীকে জানিয়েছিলেন। সার্জেন্ট খানজাহান আলী ভোগীবালাপাড়ায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন। তার দুই ছেলে এক মেয়ের মধ্যে তানহা ছিল সবার বড়। অপরদিকে ভোগীবালাপাড়ার বাসা ছেড়ে নিহত তানহার পরিবারের সকলে সেনানিবাসের ভিতরে অবস্থান করছেন। বিষয়টি পুলিশ ইন্সপেক্টর অপারেশন মো: মোক্তার এর অধীনে বর্তমান ঘটনাটির তদন্তভার দেয়া হয়েছে। ইতিমধ্যে হাফেজ তানবীর আহমেদ তানহা (১৪) হত্যার দায় স্বীকার করে জবানবন্দী দিয়েছে বলে ভোগীবালাপাড়া জামে মসজিদের খাদেম নাজমুল হক জবানবন্দীতে বলে তানহার সৎ মায়ের সাথে আমার পরকীয়া প্রেমের জেরের কারণে মসজিদ সংলগ্ন রহমানিয়া নূরানী হাফেজিয়া মাদরাসার ছাত্র ও তানহার বন্ধু আরমান হোসেনের সহযোগিতায় সন্ধ্যায় তানহাকে মসজিদের দ্বিতীয় তালায় নিয়ে যাওয়ার পর প্রথমে তাহাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয় ও পরে মসজিদের খাদেম নাজমুল হক নিজেই ছুরি দিয়ে তার মাথা বিচ্ছিন্ন করে বলে স্বীকার করে। অপর দিকে নিহতের চাচা জাহিদুল ইসলাম বাদী হয়ে রংপুর কোতয়ালী থানায় মামলা দায়ের করেন। পুলিশ মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মেহেদী হাসান, মসজিদের খাদেম, নাজমুল হক, সহকারী শিক্ষক, ইমরান হোসেন, মুয়াজ্জিন, তাসকিরুল ইসলাম, শিক্ষার্থী আজাহার আলী, রেজাউল করিম, মানিক মিয়া, আরফান হোসেন ও ফেরদৌস হোসেনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন। এ ব্যাপারে ওই অঞ্চলে থমথমে পরিস্থিতি বিরাজ করছে ও অপর দিকে এই করুণ দৃশ্য সবার হৃদয়ে বেদনাবহুল স্মৃতি হয়ে রয়েছে।

প্রাইভেট ডিটেকটিভ/১৫ ফেব্রুয়ারি ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর