নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়া উপজেলার এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলা নির্বাচন অফিসের সামনে এ ঘটনা ঘটে।
নিহত শেখ লতিফুর রহমান পলাশ লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি উপজেলার কুমড়ি গ্রামের গোলাম রসুলের ছেলে।
লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম জানান, দুপুরে লাতিফুর ঘটনাস্থলে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত পলাশকে গুলি করে। তিনি পড়ে গেলে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।
হত্যাকাণ্ডের কারণ ও এ ঘটনায় জড়িতদের তাৎক্ষণিকভাবে সনাক্ত করা যায়নি। ঘটনা তদন্ত করা হচ্ছে।