স্পোর্টস ডেস্কঃ
ক্রিশ্চিয়ানো রোনালদোর নৈপুণ্যে চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। আর এই ম্যাচে জোড়া গোল পেয়েছেন পর্তুগিজ তারকা। এর মধ্য দিয়ে চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের জার্সিতে শততম গোলের মাইলফলক স্পর্শ করেন রোনালদো।
লা লিগায় চলতি মৌসুমে নিজের মানের প্রতি খুব একটা সুবিচার করতে না পারলেও চ্যাম্পিয়ন্স লিগে বরাবরই উজ্জ্বল রোনালদো। চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের জার্সিতে পর্তুগিজ তারকার গোলের সংখ্যা এখন ১০১। আর ইউরোপের সেরা ক্লাবগুলোর এই প্রতিযোগিতায় সব মিলিয়ে গোল ১১৬টি।
প্রাইভেট ডিটেকটিভ/১৫ ফেব্রুয়ারি ২০১৮/মেধা