February 10, 2025, 12:12 am

সংবাদ শিরোনাম
আওয়ামীলীগ নেতা গ্রেফতারের খবর শুনে মিষ্টি বিতরণ রাজধানীর ডেমরা এলাকায় অটোরিক্সা চালক উযান মিয়া (৪২)’কে হত্যা মামলায় আসামী আকাশ ভূইয়া (২৮)’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০। তারেক রহমানের ৩১দফা প্রস্তাবনা বাস্তবায়িত হলে এদেশে আর কোন ফ্যাসিস্টের জন্ম হবে না- বিএনপি নেতা সেলিমুজ্জামান সেলিম। টঙ্গীর ইজতেমা ময়দান বুঝে নিলেন সাদপন্থিরা, দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু ১৪ ফেব্রুয়ারি কক্সবাজার সাগরে মৃত্যু প্রতিরোধে রেসকিউ বোট নিয়ে সহায়তায় এগিয়ে এলো ওয়ার্টসিলা বিচারপতি আবদুর রউফ ইন্তেকালে লেবার পার্টির শোক সুনামগঞ্জ জেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। রামুতে ইজিবাইক উল্টে প্রাণ গেল বৃদ্ধের আওয়ামী লীগ বিএনপিতে অনুপ্রবেশ করে ঘের দখল ও চাঁদাবাজী করছে পারিবারিক কলহের জেরে শ্বশুরের গোপনাঙ্গ কাটলেন পুত্রবধূ

রংপুরে ভালোবাসা দিবসে এক প্রেমিককে ভালোবেসে দুই বোনের আত্মহত্যা

জেলা প্রতিনিধি:

ছবিঃ প্রতীকী

 

 

রংপুরে ভালোবাসা দিবসের ভোর বেলাই একই ছেলেকে ভালোবেসে দুই বোন কীটনাশক পান করে আত্মহত্যা করেছে। নগরীর ৩১নং ওয়ার্ডের (মডার্ণ) পূর্ব শেখ পাড়া এলাকায় মঙ্গলবার সকালে ২ বোন বিষপান করলে স্বজনরা তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। পরে বুধবার ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এলাকাবাসী সূত্রে জানা যায়, রংপুর নগরীর “দর্শনা বছিরন নেছা স্কুল অ্যান্ড কলেজের” ১০ম শ্রেণির ছাত্রী আলমগীর হোসেনের কন্যা সাদিয়া জান্নাতের সাথে একই এলাকার আনসার আলীর পুত্র মেরাজুলের তিন বছর ধরে প্রেম চলছিল। সম্প্রতি দুইজনের মধ্যে সম্পর্কের অবনতি ঘটায় এক পর্যায়ে সাদিয়ার খালাতো বোন লিটন মিয়ার কন্যা লুৎফুনন্নাহার লতার সাথে মেরাজুলের প্রেম জমে উঠে। নিহতরা ওই এলাকার মনজুর হোসেন লিটনের মেয়ে লুৎফুন নাহার লতা (১৪) ও আলমগীর হোসেনের মেয়ে সাদিয়া জান্নাত অর্নী (১৫)। তারা দু’জন খালাতো বোন। লতা নগরীর নাজিরদিঘি উচ্চ বিদ্যালয় ও সাদিয়া জান্নাত অর্নী দর্শনা স্কুলের নবম শ্রেণির ছাত্রী। জানা যায়, একই এলাকার আনসার আলীর ছেলে ও রংপুর মডেল কলেজের অনার্সের শিক্ষার্থী মেরাজুল ইসলামের সঙ্গে লতা ও অর্নী দু’জনেরই দীর্ঘদিন থেকে প্রেমের সম্পর্ক ছিল। কিছুদিন আগে বিষয়টি জানাজানি হলে মেয়ে পক্ষ গত সোমবার মেরাজুলকে মারধর করে। এ অবস্থায় মঙ্গলবার লতা ও অর্নী একই এলাকায় তাদের নানাবাড়ি বেড়াতে যায়। দু’জনেই প্রেমিক মেরাজুলের উদ্দেশ্যে দুটি প্রেমপত্র লিখে সবার অগোচরে বাড়িতে থাকা কীটনাশক পান করে। পরে পরিবারের লোকজন জানতে পেরে তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  জানান, পরিবারের পক্ষ থেকে এখনও কোনও অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে।

প্রাইভেট ডিটেকটিভ/১৫ ফেব্রুয়ারি ২০১৮/রুহুল আমিন

Share Button

     এ জাতীয় আরো খবর