January 16, 2025, 6:57 am

সংবাদ শিরোনাম
মধুপুরে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত বেনাপোলে বিজিপি বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হারিয়ে যাওয়া মায়ের খোঁজে দিশেহারা সন্তানরা ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ লামায়-আলীকদম অনুপ্রবেশকালে ৫৮ মিয়ানমার নাগরিকসহ ৫ দালাল আটক

রাঙ্গাবালীর চরমোন্তাজে দের যুগে ও সংস্কার হয়নি মূল সড়ক

রফিকুল ইসলাম, রাঙ্গাবালী পটুয়াখালী

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ লঞ্চঘাট থেকে চরমোন্তাজ সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত মূল সংযোগ সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় মরণ ফাঁদে পরিণত হয়েছে। গোটা সড়কের ইট উঠে বড় বড় গর্তে পরিণত হওয়ায় প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। পাশাপাশি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। তাই দ্র¤œত সড়কটি মেরামতের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

প্রায় দের যুগ আগে উপজেলার চরমোন্তাজ দুই কিলোমিটার সড়ক ইট দিয়ে নির্মাণ করা হয়। এরপর আর এটি সংস্কার করা হয়নি। ফলে সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। দিনে চলাচল করলেও রাতে খানাখন্দে পরে দুর্ঘটনার শিকার হতে হয় হাজারো পথচারী ও ব্যবসাই দের। এ ছাড়াও সড়কটি দিয়ে চরমোন্তাজ ইউনিয়নের পুরান বাজার, এ ছাত্তার মাধ্যমিক বিদ্যালয়, চরমোন্তাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরমোন্তাজ ইউনিয়ন পরিষদ ও পুলিশ তদন্তকেন্দ্রে যাতায়াত করা হয়। বর্ষায় এলাকাবাসীর দুর্ভোগ চরমে পৌঁছে। শিক্ষার্থীদের বন্ধ হয়ে যায় স্কুলে আসা-যাওয়া। সড়কটিতে বড় বড় খানাখন্দ থাকায় যানবাহন মালিকরা কৃষিপণ্য বহন করতে চায় না।। ফলে ব্যবসায়ী ও কৃষকদের পড়তে হয় ভোগান্তিতে।

৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আলমগীর মাল জানান, সড়কটির কারণে এ- এলাকার মানুষের ব্যবসায় ভাটা পড়েছে। যাতায়াতের ভালো ব্যবস্থা নাথায় বহিরাগত কোন ব্যবসায়ী এখানে আসতে চায়না। এ ছাত্তার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, রাস্তা ভাঙ্গা হওয়ায় গাড়িতে অতিরিক্ত ভাড়া নেয়, সামান্য বৃষ্টি হলেই গাড়ি আসতে চায়না তখন আমাদের চরম ভোগান্তিতে পরতে হয়। স্থানীয় মোটরসাইকেল চালক ইউসুফ মাতব্বার বলেন, পুরো রাস্তাজুড়ে ভাঙন থাকায় দুর্ভোগের শেষ নেই। ১৮/ ২০ বছর ধরে এ অবস্থা। খুব দ্রুত সড়কটি সংস্কার করা দরকার ।

উপজেলা চেয়ারম্যান ডাক্তার জহির আহম্মেদ বলেন, মাসিক সভায় সড়কটির বিষয় আলোচনা করে সভায় সিদ্ধান্ত অনুযায়ী রাস্তাটি সংস্কারের জন্য কর্তৃপক্ষকে জানাবেন।

রফিকুল ইসলাম
রাঙ্গাবালী পটুয়াখালী সংবাদদাতা ঃ

Share Button

     এ জাতীয় আরো খবর