January 17, 2025, 1:33 pm

সংবাদ শিরোনাম
সম্ভাবনার নতুন দ্বার ‘বাউ মুরগি’, চিলাহাটিতে ভাগ্য ফিরেছে নারীদের শিবচরে খানকান্দি দৈয়দ আশরাফ আলী উচ্চ-বিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীন বরণ শিবচরে খানকান্দি দৈয়দ আশরাফ আলী উচ্চ-বিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীন বরণ টেকনাফ ২ বিজিবি”র অভিযানে আটক-৬ লক্ষ্মীপুরে তিন পুলিশ সদস্যকে পেটালেন সিএনজি চালকরা মধুপুরে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত বেনাপোলে বিজিপি বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হারিয়ে যাওয়া মায়ের খোঁজে দিশেহারা সন্তানরা ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন

যুবলীগের যুগ্ম আহ্বায়ক কর্তৃক মুক্তিযুদ্ধাকে লাঞ্ছিত ।

 

মামুন উর রশিদ রাসেল জেলা প্রতিনিধি:
নীলফামারীর ডিমলা উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফেরদৌস পারভেজের বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা চেয়ারম্যান তবিবুল ইসলামকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (৪ নভেম্বর) বিকালে জরুরি বৈঠক আহ্বান করেছে জেলার বীর মুক্তিযোদ্ধারা।
বৃহস্পতিবার (০৩ নভেম্বর) জেল হত্যা দিবস পালনের অনুষ্ঠানের পতাকা উত্তোলনকে কেন্দ্র করে এ ঘটনাটি ঘটে। পরে এ ঘটনায় রাতেই ডিমলা থানায় একটি সাধারণ ডায়েরি করেন বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জেল হত্যা দিবস পালনে ডিমলা উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের পক্ষ থেকে জাতীয় সংগীত, দলীয় ও কালো পতাকা উত্তোলন ও বিজয় চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের কর্মসূচি নেওয়া হয়। এ জন্য দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা জড়ো হতে থাকেন। এদিন সকাল ১০টার দিকে কর্মসূচিতে অংশ নিতে দলীয় অফিসে আসেন উপজেলা চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম। এ সময় পতাকা উত্তোলন নিয়ে তার সঙ্গে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফেরদৌস পারভেজ ও ছাত্রলীগের সভাপতি আবু সায়েম সরকারের কথা কাটাকাটি হয়। এক সময় যুবলীগ নেতা ফেরদৌস পারভেজ বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলামকে অকথ্য ভাষায় গালিগালাজসহ ধাক্কাধাক্কি করেন। পরে যুবলীগ নেতা ফেরদৌস পারভেজের লোকজন জেল হত্যা দিবসের ব্যানার ছিনিয়ে নিয়ে যায়।
বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম বলেন, জেল হত্যা দিবসে উপজেলা আওয়ামী লীগ অফিসে যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফেরদৌস পারভেজ ও উপজেলা ছাত্রলীগের আবু সায়েম সরকার আমাকে পতাকা উত্তোলন করতে দিবে না বলে জানায় এবং রাজাকার বলে গালিও দেয়। আমি এর প্রতিবাদ করায় আমাকে ধাক্কা দেয়। আমি বর্তমানে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। এজন্য রাতেই ডিমলা থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।
এদিকে যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফেরদৌস পারভেজ বলেন, গত ১৭ অক্টোবর অনুষ্ঠিত জেলা পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মমতাজুল চাচার বিরুদ্ধে এই উপজেলা চেয়ারম্যান ভোটের প্রচারণা চালিয়েছেন। জেলা পরিষদের নির্বাচনে সরাসরি নৌকার বিরোধিতা করে আজ তিনি জেল হত্যা দিবসের অনুষ্ঠানে পতাকা উত্তোলনসহ অন্যান্য কর্মসূচিতে অংশ নিতে এসেছেন। আমরা এর বিরোধিতা করেছি।
এ ব্যাপারে ডিমলা থানার অফিসার ইনচার্জ লাইছুর রহমান বলেন, উপজেলা চেয়ারম্যান জীবনের নিরাপত্তা চেয়ে রাতে একটি সাধারণ ডায়েরি করেছেন। আমরা বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।
Share Button

     এ জাতীয় আরো খবর