পটুয়াখালী প্রতিনিধি::
পটুয়াখালীর মহিপুরে এক কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল (রোববার) রাতে মৎস্য বন্দর আলীপুর ও পর্যটন কেন্দ্র কুয়াকাটা থেকে এদের গ্রেফতার করা হয়। মহিপুর থানা পুলিশ জানায়, মৎস্য বন্দর আলীপুরের নুরু মাঝী ওরফে নুরু মোল্লার ছেলে মোঃ শহিদ (৪২) এবং কুয়াকাটা পৌরসভার মেলাপাড়া মহল্লার মোঃ মোতাচ্ছের মোল্লার ছেলে মোঃ জাকির হোসেন মোল্লা (২৭) দীর্ঘদিন ধরে মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল। পুলিশের নজর এড়িয়ে মাদক ব্যবসা চালিয়ে এলেও শেষ পর্যন্ত ধরা পড়ে। জব্দকৃত এসব গাঁজার অবৈধ বাজার মূল্য এক লাখ টাকা। আজ (সোমবার) দুপুরে মহিপুর থানায় প্রেস ব্রিফিং করে এসব তথ্য জানান মহিপুর থানার ওসি মোঃ আবুল খায়ের। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।