অনলাইন ডেস্কঃ
পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদকে দুই মাসের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
সোমবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
এর আগে, গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার রায়ের দিন পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে রাজধানীর রমনা থানায় দায়ের করা তিনটি মামলায় তারা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।