অনলাইন ডেস্কঃ
রাজধানীর মোহাম্মদপুরে এলাকা থেকে সোমবার ভোর ৫ টার দিকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের আট সদস্যকে আটক করেছে র্যাব। মোহাম্মদপুর এলাকায় ছিনতাইয়ের সময় হাতে-নাতে তাদের আটক করা হয়।
এ ব্যাপারে র্যাব-২ এর অপারেশন অফিসার (এএসপি) ফিরোজ কাওসার বলেন, আটকের পর তাদের কাছ থেকে দেশি ধারালো ৫টি ছোরা, একটি চাপাতি ও একটি পকেট ছুরিসহ ছিনতাই করা সাতটি মোবাইল সেট জব্দ করা হয়।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এএসপি ফিরোজ কাওসার।
প্রাইভেট ডিটেকটিভ/১২ ফেব্রুয়ারি, ২০১৮/মেধা