December 2, 2024, 2:40 am

সংবাদ শিরোনাম
৩ আগস্ট মৌলভীবাজারে কর্মসূচি ছিল না, এদিনের ঘটনায়ও মামলা! যশোরে বাংলাদেশ ক্যাডেট সেফটি ফাউন্ডেশনের শুভ উদ্ভোদন ফুলছড়া চা বাগান মাঠে গারোদের ঐতিহ্যবাহী অনুষ্ঠান ওয়ানগালা উৎসব পালিত নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল ইংল্যান্ড মৌলভীবাজারে সাধারণ মানুষের মধ্যে মামলা ভীতি : স্বস্তির বদলে আতঙ্ক কালিয়াকৈর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে কারওয়ান বাজার থেকে সাংবাদিক মুন্নী সাহাকে গ্রেপ্তার কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা অফিসে থাকা-খাওয়ার সুব্যবস্থা রয়েছে সার্বভৌমত্ব-সরকারের নিরাপত্তা ও গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে বর্তমান সরকারকে শক্তিশালী না করলে দেশবাসী নিরাপত্তাহীনতা ভুগবে .লে. কর্ণেল (অব.) খন্দকার ফরিদুল আকবর নবী সা. এর সীরাত-ই আমাদের জীবনের পাথেয়: শায়খুল হাদীস আতাউর রহমান

কূটনৈতিক টানাপোড়েন চললেও যুক্তরাষ্ট্র-তুরস্কের সামরিক সম্পর্ক ভালো: ম্যাটিস

কূটনৈতিক টানাপোড়েন চললেও যুক্তরাষ্ট্র-তুরস্কের সামরিক সম্পর্ক ভালো: ম্যাটিস

ডিটেকটিভ নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্র ও তুরস্কের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন চলা সত্ত্বেও ন্যাটোর অংশীদার এ দু’দেশের সামরিক বাহিনী ভালভাবেই একসঙ্গে কাজ করে যাচ্ছে। বুধবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস একথা বলেন।

 ফ্লোরিডায় একটি সামরিক সদরদপ্তর পরিদর্শনকালে ম্যাটিস সাংবাদিকদের বলেন, আমরা অনেক ঘনিষ্ঠ সহযোগিতা, ভাল যোগাযোগ ও সামরিক বাহিনীর মধ্যে পারস্পরিক আলোচনা বজায় রেখেছি। এক্ষেত্রে কূটনৈতিক বিরোধের কোনো প্রভাব পড়েনি। তিনি জোর দিয়ে বলেন, ‘আমরা তুরস্কের সামরিক বাহিনীর সঙ্গে ভালভাবে কাজ করে যাচ্ছি।

 গত বছরের ব্যর্থ সামরিক অভ্যত্থানে অভিযুক্ত গ্রুপের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে আমেরিকান কনস্যুলেটে চাকুরি করা এক তুর্কি নাগরিককে গ্রেফতার করায় গত সপ্তাহে এ দু’দেশ কূটনৈতিক বিরোধে জড়িয়ে পড়ে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র তুরস্কে তাদের মিশনে অভিবাসী নন এমন ব্যক্তির ভিসা ইস্যু করা বন্ধ করে দেয়। এরপরই যুক্তরাষ্ট্রে তুরস্কের মিশন এ ব্যাপারে অনুরূপ পদক্ষেপ গ্রহণ করে।

 তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু পারস্পরিক বিতর্কিত ভিসা সার্ভিস নিয়ে আলোচনা করতে বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের সঙ্গে টেলিফোনে কথা বলেন। বিগত বছরগুলোর মধ্যে সবচেয়ে অন্যতম এ সংকট ওয়াশিংটন ও আঙ্কারার মাঝে দেখা দেয়ার পর থেকে এই প্রথম তারা কথা বললেন। মঙ্গলবার পেন্টগণ মুখপাত্র জানান, এ কূটনৈতিক বিরোধ ন্যাটো বা তুরস্কের সঙ্গে মার্কিন সামরিক সম্পর্কের ওপর কোনো প্রভাব ফেলেনি।

Share Button

     এ জাতীয় আরো খবর