ভোলা প্রতিনিধিঃ
ভোলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলম মারা গেছেন। বুধবার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এদিকে, সভাপতির মৃত্যুর ঘটনায় আগামীকাল সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা বিএনপি।
কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ও ভোলা জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর এ তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে ভোলায় রোববার পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দুজনের মৃত্যু হলো।
এদিকে নূরে আলমের মৃত্যুর সংবাদ জানার পর বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি। জেলার বিভিন্ন জায়গায় অতিরিক্ত পুলিশ মোতায়ন রয়েছে।
সারাদেশে লোডশেডিং ও জ্বালানি অব্যবস্থাপনার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার ভোলায় আয়োজিত বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশে বাধা দেয়ায় সংঘর্ষ হয়। এতে ওই দিনই স্বেচ্ছাসেবক দলের সদস্য আবদুর রহিম নিহত হন।
এ ঘটনায় পুলিশ এবং বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হন। যার মধ্যে অনেকেই গুলিবিদ্ধ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় পুলিশ প্রায় চার শতাধিক বিএনপি নেতাকর্মীর নামে আলাদা দুইটি মামলা করে।