মোস্তাফিজুর রহমান ফিলিপস্ সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার প্রয়াত ফজলে রাব্বী মিয়ার আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ২ জন। গত ২৪ জুলাই আসনটি শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে সংসদ সচিবালয়। নিয়মানুযায়ী গাইবান্ধা- ৫ আসনে আগামী ৯০ দিনের মধ্যে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়ন প্রত্যাশার জন্য সামাজিক যোগযোগ মাধ্যমে প্রচার প্রচারনা লক্ষ করার মতো।
আওয়ামী লীগের নেতাদের মধ্যে আলোচনা কে পাচ্ছেন দলীয় মনোনয়ন। সাঘাটা ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগ এর নেতাকর্মী ও জনসাধারনে খোঁজ নিয়ে জানা যায়, গাইবান্ধা-৫ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী প্রয়াত ফজলে রাব্বী মিয়ার মেয়ে ফারজানা রাব্বী বুবলি ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন। জানা যায়, প্রয়াত ফজলে রাব্বী মিয়ার মেয়ে ফারজানা রাব্বী বুবলি। তার স্বামী বিচারপতি খুরশীদ আলম সরকার। মেয়ে হিসেবে বাবার উত্তরাধিকার দাবি করতে পারেন বলে জানা গেছে।
বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের শাসনামলে ছাত্রলীগের সভাপতি ছিলেন মাহমুদ হাসান রিপন। আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি নির্বাচনী এলাকায় ও বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করেন। স্থানীয়রা মনে করছেন, তিনিও হতে পারেন মনোনয়ন প্রত্যাশী।
উল্লেখ্য গত ২২ জুলাই নিউইয়র্কের স্থানীয় সময় বিকেল ৪টায় মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া। এ সংসদ সদস্য দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত ছিলেন।