রাকিব হোসেন, ভোলাঃ
অফিসার ইনচার্জ, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, জেলা গোয়েন্দা শাখা, ভোলার তত্ত্বাবধানে বোরহানউদ্দিন থানাধীন টবগী ইউনিয়ন হইতে দুই মাদক কারবারিকে আটক করেছে ভোলা ডিবি পুলিশ।
২৬-০৭-২০২২ তারিখ বিকাল ১৭.১৫ ঘটিকায় সময় এসআই (নিঃ)/মোঃ কামাল হোসেন, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভোলা সংগীয় অফিসার ও ফোর্স সহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া, ভোলা জেলার বোরহানউদ্দিন থানাধীন টবগী ইউনিয়নের ০৪নং ওয়ার্ডস্থ দালালপুর সাকনি উদয়পুর রাস্তার মাথা টু হাকিমউদ্দিন লঞ্চঘাট সড়কস্থ ব্রীকফিল্ড এর পূর্ব পাশে পাকা রাস্তার উপর হইতে মাদক ব্যবসায়ী আসামী ১। মোঃ জসিম (৪৫), সাং- মঙ্গলচোৱা, ০৭নং ওয়ার্ড, নিশ্চন্তপুর ইউনিয়ন, থানা-তজুমুদ্দিন, জেলা ভোলা এ/পি রাজাখালী, সর সরদারের বাড়ীর ভাড়াটিয়া, থানা-চাদগাও, সিএমপি, চট্টগ্রাম, ২। মোঃ ইয়াছিন (৩০), সাং-খালিশপুর, ০৫ নং ওয়ার্ড, থানা-বেগমগঞ্জ, জেলা-নোয়াখালী,এপি টবগী ০৩নং ওয়ার্ড মোহাম্মদ হোসেন এর বাড়ীর ভাড়াটিয়া, থানা-বোরহানউদ্দিন, জেলা ভোলাদ্বয়কে ৮০(আশি) পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন। আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন।