-
- সারাদেশে
- মুক্তিযোদ্ধা সন্তান পারভেজ আহমেদের উপর মিথ্যা মামলার প্রতিবাদ সভা
- আপডেট সময় February, 10, 2018, 4:07 pm
- 648 বার পড়া হয়েছে
আরিফুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ

ছবিঃ মুক্তিযোদ্ধা সন্তান পারভেজ আহমেদ
আজ সুনামগঞ্জের সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের মঙ্গলকাটা বাজারে মুক্তিযোদ্ধা সন্তান পারভেজ আহমেদের উপর মিথ্যা মামলার জন্য প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জনাব হাজী নুরুল মোমেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক, উত্তর সুরমা,সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর কল্যান ঐক্য পরিষদ এর সভাপতি জনাব মোবারক হোসেন, সদর উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ,জেলা মুক্তিযোদ্ধা ইউনিয়নের কমান্ড সদস্য বশির আহমেদ অরুন,আলমাস মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাহাঙ্গীরনগর ইউ পি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোকসেদ মিয়া।
এলাকাবাসী সুত্রে জানা যায় ঘটনার সুত্রপাত হয় অবৈধ দখলদারির প্রতিবাদ থেকে। ২০১৭ সালের অকাল বন্যার পর মঙ্গলকাটা ধলাই নদীর তীরে ফজলুল হক নোমানী এবং শাহিনুর অবৈধ ভাবে জমি দখল করেন। এই অবৈধ দখল নিয়ে স্থানীয় মুক্তিযোদ্ধারা এই বিষয়ে প্রতিবাদ জানানোর কথা উপরিমহলে জানালে তারা মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে অভিযোগ দায়ের করার কথা জানান। তখন এই এলাকার মুক্তিযোদ্ধা মহন মিয়ার ছেলে পারভেজ আহমেদ এই অবৈধ স্থাপনার বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের পক্ষ হতে মামলা করেন। পরবর্তীতে এই মামলায় অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ আসে। এই শত্রুতার জের ধরে জামাত নেতা ফজলুল হক নোমানী ও রাজাকার সন্তান সাহানুর, পারভেজের নামে সি আর মামলা নং ৫৪৪/২০১৭ ইং দঃ বিঃ ৪০৬/৪২০ ধারায় সুনামগঞ্জ সদর থানায় মামলা দায়ের করে।
মামলার ঘটনায় কারসাজি করে ১০০ টাকার একটি ষ্ট্যাম্প এ তার মিথ্যা সই নিয়ে ৪লক্ষ টাকা নেয়ার কথা উল্লেখ করা হয়। এমনকি মামলার ঘটনার তদন্তে আসা মামলার আই ও আবুল কালাম চৌধুরী( বি পি ৮১০০০৯৭৩০৯) ঘটনা স্থল পরিদর্শন না করেই ঘুষ নিয়ে মিথ্যা মামলার এই তদন্ত প্রতিবেদন পেশ করে।
এই ঘটনার পর মুক্তিযোদ্ধারা ক্ষোভ প্রকাশ করেন এবং এই প্রতিবাদ সভার আয়োজন করেন। অতিথিদের সকলেই মুক্তিযোদ্ধাদের সবাইকে ঐক্যবধ্য থাকার আহবান জানান। তারা এই মামলাকে প্রত্যাহারের দাবি জানান।
এ জাতীয় আরো খবর