বাংলাদেশের বিপক্ষে লিড বাড়িয়ে নিতে আজ আবার দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে শ্রীলঙ্কা। গতকাল ৮ উইকেটে ২০০ রান তুলে দিনশেষ করেছিল লঙ্কানরা। আজ সেখান থেকেই যাত্রা শুরু করেছেন দুই অপরাজিত ব্যাটসম্যান রোশান সিলভা ও সুরাঙ্গা লাকমাল। এর মধ্যে সিলভা গতকালই হাফসেঞ্চুরি করেছেন।
এর আগে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে গুটিয়ে যায় ১১০ রানে। প্রথম ইনিংসে ২২২ রান করা শ্রীলঙ্কা তাই লিড পায় ১১২ রানের। সেখান দ্বিতীয় ইনিংস শুরু করে ৮ উইকেটে ২০০ রান নিয়ে দিনশেষ করে শ্রীলঙ্কা। তাই গতকাল দিনশেষে তাদের লিড দাঁড়ায় ৩১২ রানের।