এ ঘটনার জের ধরে সঙ্গে সঙ্গে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। রাতের আধারে গ্রামের বিভিন্ন স্থান সহ হাসপাতালের সামনে ১০/১২টি বোমার বিস্ফোরন ঘটনো হয়। এ রিপোর্ট লোখা পর্যন্ত উক্ত গ্রামে পুলিশ মোতায়েন ছিল।
শার্শা থানা পুলিশের এসআই মোস্তাফিজুর রহমান জানান, আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য যশোরে পাঠানো হয়েছে। বর্তমানে এলাকা পুলিশেও নিয়ন্ত্রনে
আছে। বোমাবাজ ও দুৃর্বৃত্বদের শনাক্ত করে ব্যবস্থা নেয়া হবে।