নিউজ ডেস্কঃ
৮ জুন ২০২২ বুধবার সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ কেন্দ্রীয় কমিটি কর্তৃক সংগঠনের সভাপতি মুফতী মাসুম বিল্লাহ নাফিয়ীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আনোয়ার হোসেন জুয়েলের সঞ্চচালনায় দেশবিরোধী গভীর ষড়যন্ত্র ও শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বক্তারা আরো বলেন, দেশের উন্নয়ন এবং অগ্রযাত্রায় ঈর্ষান্বিত হয়ে জমাত-বিএনপি ষড়যন্ত্রের নীলনকশা বাস্তয়নে শিক্ষাঙ্গনে সন্ত্রাসী তাণ্ডব, গার্মেন্টস শ্রমিকদেরকে উস্কানি দিয়ে আন্দোলন নামানো, রপ্তানিমূখী উৎপাদন শিল্প বন্ধের অপচেষ্টা, পঁচাত্তরের হাতিয়ার গর্জে উঠুক শ্লোগান দিয়ে প্রত্যক্ষ-পরোক্ষভাবে বঙ্গকন্যা প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, সিন্ডিকেট করে নিত্যপ্রয়োজন দ্রব্যের কৃত্রিম সংকট সৃষ্টি, উম্মাদের মতো বিএনপিনেতা ও তাদের দোসরদের বেপরোয়া মন্তব্য, সরকারি-আদা সরকারি প্রতিষ্ঠানগুলোতে জমাত-বিএনপি সমর্থিত কর্মকর্তাদের কৌশলী অপতৎপরতা চালাচ্ছে। এছাড়াও তারা আরো বলেন, আমরা এই অপতৎপরতা ও ষড়যন্ত্রের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আইনশৃঙ্খলায় নিয়োজিত বাহিনী সর্বদায় সজাগ থাকা প্রয়োজন। আমরা ওলামা লীগের নেতৃবৃন্দও অপশক্তিকে প্রতিরোধে মাঠে আছি এবং থাকবো। দেশের উন্নয়ন, অগ্রগতি ও গণতন্ত্র এবং স্থিতিশীলের ধারাবাহিতা রক্ষায় আমাদের দৃঢ় বিশ্বাস বাংলাদেশের মানুষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও শেখ হাসিনাকে বিজয় করে ফের ক্ষমতায় আসীন করবেন ইনশাআল্লাহ।