ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক:
আর ১০ দিন পরেই উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। এই ম্যাচটি তাদের জন্য কঠিন পরীক্ষা। খারাপ সময়ের মধ্য দিয়ে যাওয়া রিয়ালের জন্যও তাই। তবে পিএসজির স্ট্রাইকার নেইমার দ্য সিলভা জানিয়েছেন এই ম্যাচটি নিয়ে তিনি বেশ উদ্বিগ্ন। পাশাপাশি উদগ্রিব হয়ে আছেন খেলার জন্য।
নেইমার বলেন, ‘রিয়ালের মাদ্রিদের বিপক্ষে খেলতে আমি মুখিয়ে আছি। তবে কিছুটা উদ্বিগ্নও। অপেক্ষা করছি ম্যাচটির জন্য।’
প্রথম লেগে রিয়ালের মাঠে খেলতে আসবে পিএসজি। ফিরতি লেগে রিয়াল যাবে পিএসজির মাঠে খেলতে।
চলমান মৌসুম শুরুর আগের দল বদলের সময় রেকর্ড পরিমাণ মূল্যে নেইমারকে দলে ভেড়ায় পার্সিয়ান ক্লাব পিএসজি। এতো মূল্যে নেইমারকে দলে নেওয়ার মূল টার্গেট উয়েফা চ্যাম্পিয়নস লিগ জেতা। সেই লক্ষ্যে সফল হতে হলে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের বাঁদা ডিঙাতে হবে তাদের।
পারবে কী পিএসজি? সেটা জানতে অপেক্ষা করতে হবে ১৫ ফেব্রুয়ারি রাত পর্যন্ত।