January 11, 2025, 4:08 am

সংবাদ শিরোনাম
সেনাবাহিনীর অভিযানে নবীগঞ্জ থেকে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নাটোরে ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার জেলে শ্রমিক থেকে হয়ে উঠলেন কোটি টাকার দালান, ট্রলার মালিক জয়পুরহাটে আওয়ামী লীগ-বিএনপি পাল্টাপাল্টি হামলা ও ভাংচুর হাজার মামুষের ভালবাসায় চির বিদায় গাজী মারুফ মধুপুরে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত সাঘাটায় সেনাবাহিনীর পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ উন্নত চিকিৎসার জন্য লন্ডনের পথে খালেদা জিয়া মেয়েকে অপহরণ করে ধর্ষণ, ঘটনা শুনে বাবার মৃত্যু বেনাপোল দিয়ে পণ্য রপ্তানিতে নতুন শর্তপণ্য বারো ধরনের আমদানিতে পরীক্ষণ করবে আর আই এম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৩টি অবৈধ ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার সিলগালা

 প্রতিকুড়িগ্রামনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে অভিযান চালিয়ে সরকারি বিধি উপেক্ষা করে অবৈধভাবে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার পরিচালনা এবং লাইসেন্স না থাকার দায়ে ৩টি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টারকে সিলগালা করে বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমান আদালত। 
কুড়িগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মঞ্জুর-এ-মুর্শেদ এর নেতৃত্বে সোমবার (৩০ মে) বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ মেজিস্ট্রেট নিশাত তামান্না। 
অভিযান চলাকালে মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ-১৯৮২ আইন অনুযায়ী নাগেশ্বরী পৌর শহরের পপুলার ডায়াগনোস্টিক সেন্টারের ৪ জন শেয়ার হোল্ডারকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন এবং সেইসাথে ৫ হাজার টাকা জরিমানা করেন। পরে দন্ডপ্রাপ্ত রোকনুজ্জামান (৩২), আল-মামুন (২৭), নাঈম সরকার (২৮) নামের ৩জনকে আটক করে কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করেন। এ সময় দন্ডপ্রাপ্ত আব্দুস সালাম (৩০) পালিয়ে যায়। এছাড়াও নাগেশ্বরী-ফুলবাড়ী সড়কের কলেজ মোড়স্থ সিটি ডিজিটাল ডায়াগনোস্টিক সেন্টার প্রয়োজনীয় কাগজপত্র দেখানোর আশ্বাস দিলে সেখানে মুচলেকা নিয়ে সিলগালা করা হয়। অপরদিকে রুশা ডিজিটাল ডায়াগনোস্টিক সেন্টার অভিযান চালানোর আগেই তারা প্রতিষ্ঠানের মেইন গেটে তালাবদ্ধ করে সটকে পড়েন। পরে ওই প্রতিষ্ঠানও সিলগালা করা হয়। 
কুড়িগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মঞ্জুর-এ-মুর্শেদ বলেন, দেশব্যাপী অনিবন্ধিত এবং অবৈধ ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টারগুলোর বিরুদ্ধে যে অভিযান পরিচালনা করা হচ্ছে তারই অংশ হিসেবে কুড়িগ্রামের নাগেশ্বরীতেও অভিযান পরিচালনা করছি। আমরা এখন পর্যন্ত ৩টি ডায়াগনোস্টিক সেন্টারকে সিলগালা করে বন্ধ করে দিয়েছি। এ অভিযান অব্যাহত থাকবে।

 

Share Button

     এ জাতীয় আরো খবর