-
- জেলা সংবাদ, রাজনীতি, সারাদেশে
- চিলমারীতে ছাত্রলীগের বিক্ষোভ
- আপডেট সময় May, 30, 2022, 3:28 pm
- 139 বার পড়া হয়েছে
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের উপর বহিরাগত ছাত্রদল ক্যাডারদের সশস্ত্র হামলার প্রতিবাদে এবং সকল শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে কুড়িগ্রামের চিলমারীতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে সাবেক ছাত্রলীগের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
পরে দলীয় কার্যালয়ে সামনে বক্তারা বলেন, ঢাবিতে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের উপর বহিরাগত ছাত্রদল ক্যাডারদের সশস্ত্র হামলা করেছে। ছাত্রদলকে লেলিয়ে দিয়েছে। কিন্তু তাদের সেই খায়েশ কোনোদিন ছাত্রলীগ সফল হতে দেবে না। ছাত্রদলের নৈরাজ্য-অপকর্মের জবাব দিতে ছাত্রলীগসহ সহযোগী সংগঠন প্রস্তুত আছে।
এসময় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মঞ্জুরুল ইসলাম মোস্তা, বদিউজ্জামান বদরুল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহাজাহান আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম মিজান, মিনহাজুল ইসলাম মিঠু, সাবেক দপ্তর সম্পাদক নির্মল সরকার নিরব, সাবেক উপ প্রচার সম্পাদক ইরমান সরকার সহ ছাত্রলীগের নেতৃবন্দ।
এ জাতীয় আরো খবর