শনিবার (২৮ মে) সকালে অননুমোদিত তিনটি ক্লিনিক সিলগলা ও একজনকে আটক করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনার পর জেলা শহরের পাঁচটি ক্লিনিকে অভিযান চালিয়ে এ নির্দেশ দেন তিনি।
লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র ও পরিবেশগত ছাড়পত্র না থাকা এবং অপরিষ্কার-অপরিচ্ছন্ন পরিবেশ ও সেবার মূল্যতালিকা না থাকার অভিযোগে প্রতিষ্ঠান তিনটি ক্লিনিক সিলগলার ও একজনকে আটকের নির্দেশ দেওয়া হয় বলে জানিয়েছেন নির্বাহী মেজিষ্ট্রেট শাহরিয়ার রহমান।
সিলগলার নির্দেশ দেওয়া তিনটি প্রতিষ্ঠান হলো- মেডিনোভা ডক্টরস জোন এন্ড ডায়াগস্টিক সেন্টার, নিউরন ডায়াগনস্টিক সেন্টার ও উত্তরা ডক্টরস ডায়াগনস্টিক সেন্টার।
নির্বাহী মেজিষ্ট্রেট শাহরিয়ার রহমান বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়েল নির্দেশনার পর শনিবার নগরীর পাঁচটি ক্লিনিকে ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। এর মধ্যে তিনটিকে সিলগলা নির্দেশনা দেওয়া হয় ও একজন আটক হয়। এ অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।